, বৃহস্পতিবার, ২ মে ২০২৪

Avatar rtm

বায়তুশ শরফ ইছালে ছওয়াব মাহফিলের আখেরী মুনাজাত সম্পন্ন

প্রকাশ: ২০১৯-০১-২৬ ২১:২৭:২৪ || আপডেট: ২০১৯-০১-২৬ ২১:২৭:৫৪

Spread the love

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলার বড়হাতিয়া ইউনিয়নের আখতারাবাদ (কুমিরাঘোনা) বায়তুশ শরফ এর প্রতিষ্ঠাতা পীর শাহ মাওলানা মীর আখতার রহ: ও বায়তুশ শরফের রূপকার মরহুম মাওলানা শাহ আব্দুল জব্বার রহ:-এর তিন দিনব্যাপী ইছালে ছওয়াব মাহফিলের আখেরী মুনাজাত লাখো মুসল্লিদের আমিন আমিন ধ্বনিতে সম্পন্ন হয়েছে।

শনিবার (২৬শে জানুয়ারী) আছরের নামাজের পর বড়হাতিয়া (কুমিরাঘোনা) আখতারাবাদ বায়তুশ শরফ মাদ্রাসা মাঠ প্রাঙ্গণে ৩দিন ব্যাপী শুরু হওয়া এ ইছালে ছওয়াব মাহফিল আখেরী মুনাজাতের মধ্য দিয়ে সম্পন্ন হয়।

আখেরী মুনাজাত পরিচালনা করেন বায়তুশ শরফের পীর বাহরুল উলুম শাহ মাওলানা কুতুব উদ্দিন।

ইছালে ছওয়াব মাহফিলের আখেরী মুনাজাতে অংশগ্রহণ করেছেন দেশের বিভিন্ন জেলা ও উপজেলার লাখো লাখো ধর্মপ্রাণ মুসল্লিগণ। সকাল থেকে মোনাজাতে অংশ নিতে চারদিক থেকে মুসল্লিরা এসে মাহফিলস্থলে পৌঁছান। এছাড়াও বাসা-বাড়ি -মাদ্রাসা-দোকানের ছাদে, যানবাহনের ছাদেও অবস্থান নেন মুসল্লিরা এ সময় আমিন আমিন ধ্বনিতে মুখরিত পুরো আখতারাবাদ । মুনাজাতে লক্ষাধিক মুসল্লি অংশ নেন। মুনাজাতে দেশ ও জাতির শান্তি কামনা করা হয়।

Logo-orginal