, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

admin admin

৯ বছর বয়সে যুক্তরাষ্ট্রের কলেজে ভর্তি হয়ে চমক সৃষ্টি করেছে কায়রান

প্রকাশ: ২০১৯-০১-২৩ ১৯:৪৯:৩৮ || আপডেট: ২০১৯-০১-২৩ ১৯:৪৯:৩৮

Spread the love

মাত্র ৯ বছর বয়সে যুক্তরাষ্ট্রের কলেজে ভর্তি হয়ে চমক সৃষ্টি করেছে বাংলাদেশি বংশোদ্ভূত কায়রান। তার এমন প্রতিভার প্রশংসা করছে বিশ্ব গণমাধ্যম।

যুক্তরাষ্ট্রের কলেজগুলোতে শিক্ষার্থীদের ভর্তির গড় বয়স যেখানে ১৭-১৯, খুব মেধাবী হলেও ১৪-১৫ বছরের নিচে ভর্তির রেকর্ড খুবই কম। সেখানে কায়রান কলেজে ভর্তি হয়েছে মাত্র ৯ বছর বয়সে! তাও যেনতেন কোনো বিষয় নয়, রীতিমতো গণিত ও রসায়ন নিয়ে পড়ছে সে।

মাত্র ৯ বছর বয়সে কলেজে ভর্তি হওয়া কায়রানের এমন অভাবিত প্রতিভার খবর প্রথমে সবার সামনে তুলে ধরে হাফিংটন পোস্ট। কায়রানের মায়ের নাম জুলিয়া চৌধুরী কাজী ও বাবা মোস্তাহিদ কাজী। তাদের পূর্বপুরুষ সিলেটের বাসিন্দা।

এদিকে হাফিংটন পোস্টে খবর প্রকাশের পর যুক্তরাষ্ট্রে কায়রানকে আমন্ত্রণ জানানো হয় জনপ্রিয় টিভি শো ‘গুড মর্নিং আমেরিকাতে’। পরে ডেইলি মেইল, আইরিশ টাইমস ও পশ্চিমা গণমাধ্যমও তাকে নিয়ে বেশ কয়েকটি সংবাদ প্রকাশ করেছে। উৎসঃ জাগোনিউজ২৪.কম।

Logo-orginal