, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

Avatar rtm

চট্টগ্রাম জুড়ে বছরের প্রথম বৃষ্টি

প্রকাশ: ২০১৯-০২-২৫ ০৯:৩৬:১৫ || আপডেট: ২০১৯-০২-২৫ ০৯:৩৬:১৫

Spread the love

চট্টগ্রাম জুড়ে বছরের প্রথম বৃষ্টি, শীত শেষ না হতেই মধ্য ফাল্গুনে সোমবার সকাল ৯টা ১০ মিনিট থেকে দমকা বাতাস সহ মুষলধারে বৃষ্টি হচ্ছে। বিদ্যুৎহীন অবস্থথায় রয়েছ পুরো চট্টগ্রাম।

এ যেনো আগাম ‘কালবৈশাখী’র আগমন! এটাকে ঠিক কালবৈশাখী বলা না গেলেও তার আগমনী বার্তা বলা চলে।

সোমবার ভোর থেকে চট্টগ্রামের আকাশ মেঘাচ্ছন্ন রয়েছে। এরপর সকাল সকাল ৯টার দিকে পুরো অন্ধকার নেমে আসে। তারপর শুরু হয় মুষলধারে বৃষ্টি। এ রিপোর্ট লেখা পর্যন্ত (সাড়ে ৯টা) বৃষ্টি চলছিল।

Logo-orginal