, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

admin admin

দুবাইগামী বিমানের বিজি-১৪৭ ছিনতাইয়ের চেষ্টা” জরুরী অবতরণ চট্টগ্রামে

প্রকাশ: ২০১৯-০২-২৪ ২১:১৭:৪২ || আপডেট: ২০১৯-০২-২৪ ২১:১৭:৪২

Spread the love

ঢাকা থেকে দুবাইগামী বাংলাদেশ বিমানের একটি উড়োজাহাজ (বিজি-১৪৭) দুর্বৃত্তরা ছিনতাইয়ের চেষ্টা করেছে বলে খবর পাওয়া গেছে।

পরিস্থিতি বেগতিক দেখে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে বিমানের জরুরি অবতরণ করা হয়েছে।

প্লেনটি রানওয়েতে অবস্থান করছে এবং সেটি ঘিরে রেখেছে পুলিশ, র্যাবসহ আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যরা।

ঘটনার পর শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ফ্লাইট ওঠা-নামা বন্ধ রয়েছে। 

বিমানের ভেতরে থাকা এক যাত্রীর সূত্রে জানা গেছে, বিকেলে ঢাকা থেকে চট্টগ্রামের দিকে যাত্রা করে। সেখান থেকে উড়োজাহাজটির দুবাই যাওয়ার কথা ছিল। উড্ডয়নের পরে বিভিন্ন কারণে পাইলটের মনে হয় উড়োজাহাজটি ছিনতাইয়ের আশঙ্কা আছে। এ কারণে বিমানটি রোববার বিকেল ৫টা ৪০ মিনিটে জরুরি অবতরণ করা হয়। বিমানবন্দরের একাধিক কর্মকর্তা বিষয়টি নিশ্চিত করেছেন।

চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য ও জাসদনেতা মাঈন উদ্দিন বাদলও ওই প্লেনের যাত্রী ছিলেন। তিনি প্লেন থেকে বেরিয়ে সাংবাদিকদের জানান, প্লেনে সন্দেহভাজন একজনকে আটক করা হয়েছে। তার হাতে পিস্তল দিয়ে গুলি করে। তবে পাইলট ও যাত্রীরা নিরাপদে রয়েছেন। 

সিভিল এভিয়েশনের সচিব মহিবুল হক জানিয়েছেন, ভেতরে একজন সন্দেহভাজন ও দুইজন ক্রু রয়েছেন। যাত্রীদের নামিয়ে আনা হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে চট্টগাম ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, ফায়ার সর্ভিসের চার ইউনিটের দশটি গাড়ি বিমানবন্দরে উপস্থিত রয়েছে।

তিনি জানান, উড়োজাহাজ থেকে যাত্রীদের নামিয়ে আনা হয়েছে। তাৎক্ষণিকভাবে বিস্তারিত কিছু জানা যাচ্ছে না।

শাহ আমানত বিমান বন্দরের স্টেশন ম্যানেজার মাহফুজুল আলম বলেন, বিমানটি ছিনতাইয়ের শিকার হয়েছে, এ মুহূর্তে এর চেয়ে বেশি কিছু বলতে পারছি না।

Logo-orginal