, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

admin admin

যেভাবে আটক হল চট্টগ্রামে কারে চড়ে চুরির নায়ক শাহজাহান (ভিডিও)

প্রকাশ: ২০১৯-০২-১৮ ২৩:০০:৩১ || আপডেট: ২০১৯-০২-১৮ ২৩:০০:৩১

Spread the love

চট্টগ্রামঃ নগরীতে প্রাইভেট কারে চড়ে একের পর এক চুরি করা চক্রের মূল হোতা আটক ও  চুরিকৃত মালামাল উদ্ধার করেছে পুলিশ। সংবাদ সিপ্লাসের।

ইতিপূর্বে সিপ্লাসে পত্রিকা ও টিভিতে  নগরীর আসকার দিঘীর পাড় এলাকা থেকে ফার্নিচার চুরি এবং এরপর কাপাসগোলা এলাকার একটি দোকান থেকে বিপুল পরিমান ব্যাটারি চুরি সংক্রান্ত সংবাদ প্রচারের পর নগরী জুড়ে বেশ আলোড়ন সৃষ্টি হয়। এসব ঘটনায় নগরীর কোতোয়ালী থানা ও পাঁচলাইশ থানায় দুটি পৃথক মামলাও দায়ের হয়৷

নগরীর কাপাস গোলা এলাকায় ব্যাটারীর দোকানে চুরির ঘটনার পর চোরদের ধরতে জোর তৎপরতা চালায় পাঁচলাইশ থানার পুলিশ। এর এক পর্যায়ে গতকাল রাতভর অভিযান চালিয়ে প্রাইভেট কারে চড়ে একের পর চুরির সাথে জড়িত সংঘবদ্ধ চোর চক্রের সন্ধান পেয়েছে পাঁচলাইশ থানার পুলিশ৷ এই অভিযানে উদ্ধার হয় চুরি যাওয়া ব্যাটারি সেই সাথে এই চক্রের অন্যতম মূলহোতা শাহজাহানকে আটক করতে সক্ষম হয় পুলিশ৷ এই পুরো অভিযানটিতে পুলিশ সদস্যের সাথে ছিলো সিপ্লাস টিম৷

গোপন সংবাদের ভিত্তিতে খবর মেলে একটি চক্র চট্টগ্রাম শহরের অদূরে সীতাকুন্ড থানাধীন সলিমপুর ফকিরহাট নামক স্থানে অবস্থান করছেন৷ পাঁচলাইশ থানার ওসি আবুল কাসেম প্রথমে একজনকে ক্রেতা সাজিয়ে আলাপ করিয়ে নিশ্চিত হয় চুরি যাওয়া মালামাল গুলোর সাথে বিক্রি করতে চাওয়া মালামাল গুলোর মিল আছে৷ এরপর তিনি দ্রুত এসআই মমিন ও এসআই এনামুলের নেতৃত্বে দুটি টিমকে অভিযানে প্রেরণ করেন৷

রাতে পাঁচলাইশ থানা থেকে পুলিশের দুটি টিম সিতাকুন্ড থানাধিন সলিমপুরের ওভারব্রিজের উদ্দেশ্যে৷ চোর চক্রের বিক্রেতার সাথে ক্রেতা সেজে থাকা লোকটির কথা চলতে থাকে৷ বিক্রেতা তাকে ফকিরহাট বাজারের বাস থামার স্থানে আসতে বলে৷ চট্টগ্রাম শহর থেকে যাওয়া পুলিশের পিক আপটি রাখা হয় ওভার ব্রিজের দক্ষিণ প্রান্তে৷ আর ক্রেতাকে নিয়ে আরেকটি টিম পৌছায় ওভার ব্রিজের উত্তর পাশে বাস স্টপেজে৷ সেখান থেকে পায়ে হেটে ক্রেতা ও একজন পুলিশ সদস্যকে পাঠানো হয় চোর চক্রের উল্লেখ করা স্থানে৷ গাড়ীতে অপেক্ষায় থাকে এসআই মমিন৷ আরেকটি গাড়ীতে সিগন্যালের অপেক্ষায় এস আই এনাম৷

অভিযানের একপর্যায়ে জানা গেছে আমাদের ক্রেতার ফোন রিসিভ করছেনা চোর চক্র৷ এবার ওভারব্রিজ থেকে গাড়ী চলে যায় ব্রিজের উত্তর দিকে৷ আশাপাশে বোঝা যাচ্ছে একটি প্রাইভেট কার বারবার এই রোড়ে টহল দিচ্ছে৷ টান টান উত্তেজনা৷ আজ রাতে কি মিলবে চোর চক্রের সন্ধান৷ খবর মেলে চোর চক্র ফোন রিসিভ করে ওভার ব্রীজের দক্ষিণ দিকের পূর্ব পাশের সড়কে যেতে বলছে। ক্রেতা ও পুলিশ সদস্য সেখানে পৌছাতেই চৌকশ চোর দ্রুত দৌড়ে পালিয়ে যায়। এবার শুরু হয় চোর পুলিশ খেলা৷ রাতের অন্ধকারে সরু গলিতে অচেনা পথে ছুটছে পুলিশ৷ আর তাদের অনুসরন করছে টিম সিপ্লাস৷ হঠাৎ কেউ একজন ডাকাত ডাকাত করে চিৎকার করতে থাকে৷ অবশেষে চোর চক্রের হোতা শাহজাহানকে ধরা হলো৷ পুলিশের হাত থেকে পালাতে সে ডাকাত ডাকাত চিৎকার করে পরিস্থিতি সৃষ্টির চেষ্টা চালায়৷ ইতিমধ্যে স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য ও এলাকার মানুষ এসে সেখানে জড়ো হয়৷ আটক শাহজাহান স্বিকার করে চুরি হওয়া ব্যাটারি গুলো তার কাছেই আছে৷ পাশের একটি দোকানে সে ব্যাটারি গুলো মজুদ করে রেখেছে। আর এরই মধ্যে হঠাৎ আটক শাহজাহান অসুস্থতা অনুভব করলে অভিযান স্থগিত রেখে তাকে দ্রুত চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার হয়। সেখানে তাকে দ্রুত চিকিৎসা শুরু হয় ৷

আটক শাহজাহানের শারীরিক অবস্থার উন্নতি হলে তাকে সেখানেই চিকিৎসাধিন রাখা হয়৷ ইতিমধ্যে চট্টগ্রাম মেডিকেলে এসে উপস্থিত হন পাঁচলাইশ থানার ওসি তদন্ত মোঃ শাহাদাৎ৷ এবার তিনি সহ আবার রওনা হলো ঢাকা চট্টগ্রাম মহাসড়কের ওভারব্রিজের নীচের বিএম স্টিলের পাশের একটি দোকান থেকে মালামাল উদ্ধারের অভিযানে৷ ইতিমধ্যে সেখানে এসে হাজির হন সীতাকুন্ড থানার একটি দল। এরপর স্থানীয় জনপ্রতিনিধি ও বাসিন্দাদের উপস্থিতিতে খোলা হয় দোকানের তালা৷।

একে একে গুনে দেখা হলো উদ্ধার হওয়া মালামাল৷ চুরি যাওয়া একটি নতুন ও আরেকটি পুরাতন ব্যাটারি ছাড়া অন্য সব ব্যাটারি অক্ষত অবস্থায় উদ্ধার হয়েছে। এসময় মালামালা উদ্ধার দেখে আবেগ আপ্লুত হয়ে পড়েন চুরি যাওয়া দোকানের মালিক রাসেল তালুকদার।

এই বিষয়ে পাঁচলাইশ থানার ওসি বলেন, অভিযানে আটক শাহজাহান সুস্থ হলেই তাকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করে অন্যান্য আসামীদেরো দ্রুত আইনের আওতায় আনার চেষ্টা অব্যহত থাকবে।

Logo-orginal