, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

admin admin

সৌদিতে বেকার বাংলাদেশি প্রবাসীদের অবস্থান

প্রকাশ: ২০১৯-০২-০৮ ১২:৫৪:১২ || আপডেট: ২০১৯-০২-০৮ ১২:৫৪:১২

Spread the love

সৌদি আরবে মাসের পর মাস বেকার ও তাদের কর্মস্থল থেকে সহযোগিতা না পেয়ে দেশটির জেদ্দায় অবস্থিত বাংলাদেশ কনস্যুলেটের সাহায্য চেয়েছেন শতাধিক প্রবাসী বাংলাদেশিতস

মঙ্গলবার ও বুধবার সকালে এইসব প্রবাসীরা জেদ্দা কনস্যুলেটে ভির করেন। পাশাপাশি তারা তাদের সমস্যা সমাধানের ব্যাপারে লিখিত আবেদনও জানান। এদিকে দূর থেকে আসা অনেক প্রবাসী কনস্যুলেট ভবনের বাইরে রাস্তার পাশে রাত যাপন করেছেন।

সৌদিতে বেকার হয়ে বাংলাদেশ কনস্যুলেটে অবস্থান প্রবাসীদের

ফেনী জেলার মনসুর জানান, কয়েক মাস ধরে তারা ইকামার মেয়াদহীন অবস্থায় বেকার সময় পার করছেন। এই অবস্থায় কয়েকবার কনস্যুলেটের সাহায্য তারা চেয়েছেন।

আরো পড়ুন: ভেজাল প্যারাসিটামলে ৭৬ শিশুর মৃত্যুর ঘটনায় ২৬ বছর পর রায়, এক বছরের কারাদণ্ড

তিনি আরো জানান, ইতোমধ্যেই কয়েকজন প্রবাসীকে নিয়ে সমস্যা সমাধানের জন্য সৌদির লেভার কোর্টে গিয়েছেন বাংলাদেশের কর্মকর্তারা। সমস্যায় জর্জরিত প্রবাসীদের বাসস্থান পরিদর্শন করেছেন কনস্যুলেটের কর্মকর্তারা। সমস্যা সমাধানের আশ্বাসও দেওয়া হয়েছে।

সংবাদ উৎসঃ ইত্তেফাক।

Logo-orginal