, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

admin admin

বায়তুল মোকাদ্দস আবারো বন্ধ করে দিল ইসরাইল

প্রকাশ: ২০১৯-০৩-১৩ ১১:০২:৪৬ || আপডেট: ২০১৯-০৩-১৩ ১১:০২:৪৬

Spread the love

জেরুসালেম: মুসলুম বিশ্বের অত্যন্ত সংবেদনশীল জেরুজালেমের পবিত্র বাশতুল মোকাদ্দস ফের বন্ধ করে দিল ইহুদী সরকার ইসরাইল।

অস্থিরতার কারণ দেখিয়ে এমন সিদ্ধান্ত নিয়েছে ইসরাইল।
ইসরাইলি পুলিশের বরাত দিয়ে এপিপি ও রয়টার্স জানিয়েছে কয়েক সপ্তাহ ধরে টানা উত্তেজনার পর গতকাল মুসলমানদের পবিত্র স্থানটি বন্ধ করে দেওয়া হয় ।
ইহুদী পুলিশ কতৃপক্ষ ফিলিস্তিনীদের বিরুদ্ধে যথারীতি সন্ত্রাসের অভিযোগ তুলে ইচ্ছাকৃত উত্তেজনা ছড়িয়ে দিচ্ছে বলে জানিয়েছে হামাসের এক মূখপাত্র।

ইসরাইলি বাহিনী গতকাল আল-আকসা মসজিদের প্রবেশদ্বার বন্ধ করে দেয়ার পর ওল্ড সিটি থেকে বেশ কজন ফিলিস্তিনীকে আটক করে।

জর্ডানের ইসলামিক বিষয়ক মন্ত্রী আবদুল নাসের আবুল আল বাসাল রাষ্ট্রীয় চালিত আল-মামলাকা টেলিভিশনকে বলেছেনন বায়তুল মোকাদ্দস বন্ধ করে”ধর্মীয় স্বাধীনতার উপর আক্রমণ” করেছে ইসরাইল ।

জর্দান সরকার আলোচনার মাধ্যমে সব সমস্যা সমাধানে আবারো আশাবাদ ব্যক্ত করেছে।

তবে হামাস ও ফিলিস্তিনী সামরিক বিশেষজ্ঞরা বলছে, এপ্রিলের নির্বাচনে জিততেই ইসরাইলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু এমন গর্হিত কাজের আশ্রয় নিয়েছে।

ইসলামের তৃতীয় পবিত্রতম স্থান বায়তুল মুকাদ্দস এলাকায় ১৯৬৭ সালের ছয়দিনের যুদ্ধে দখল করে নেয় ইসরাইল।

Logo-orginal