, বৃহস্পতিবার, ২ মে ২০২৪

admin admin

কুয়েত সবদেশের “শ্রমিক অধিকার” প্রতিষ্ঠায় আগ্রহী

প্রকাশ: ২০১৯-০৩-২৫ ১৩:৪৫:৩১ || আপডেট: ২০১৯-০৩-২৫ ১৩:৪৫:৩১

Spread the love

কুয়েত সিটিঃ (ফাইল ছবি) কুয়েত সবদেশের শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় আগ্রহী বলে জানিয়েছেন পিএএম পরিচালক আসেল আল-মাজেদ।

সোমবার (২৪ মার্চ) দেশটির জনসংযোগ ও তথ্য বিভাগের পরিচালক এবং জনশক্তি জন্য পাবলিক অথরিটির সরকারী মুখপাত্র (পিএএম), আসেল আল-মাজেদ বলেন, “কুয়েত সকল নাগরিক ও প্রবাসীদের শ্রম অধিকার রক্ষায় আগ্রহী।

কুয়েতের আরবী দৈনিক আল রাই এ প্রকাশিত সংবাদে জানাযায়, সমস্ত সরকারী প্রতিষ্ঠান এবং প্রাইভেট কোম্পানির নিয়োগকর্তার সাথে শ্রমিকের অধিকার সম্পর্ক নিয়ন্ত্রণ আইন” প্রণয়নের জন্য কাজ করছে।

তিনি যোগ করেন, বর্তমানে কুয়েতে সরকারি খাতের কর্মচারীদের জন্য আইন এবং বেসরকারী খাতের জন্য আলাদা আইন রয়েছে।

Logo-orginal