, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

admin admin

নয়াপল্টন ও গাজীপুরে জানাযা শেষে ওলামা দলের সভাপতি হাফেজ মালেকের দাফন সম্পন্ন

প্রকাশ: ২০১৯-০৩-২৬ ২০:৩৯:১২ || আপডেট: ২০১৯-০৩-২৬ ২০:৩৯:১২

Spread the love

ঢাকাঃ রাজধানীট নয়াপল্টনে এবং গাজীপুরের নিজ গ্রামে জানাযা শেষে ওলামা দলের সভাপতি হাফেজ এম এ মালেকের দাফন সম্পন্ন হয়েছে।

এর আগে জাতীয়তাবাদী ওলামা দলের সভাপতি হাফেজ আবদুল মালেকের কফিনে শেষ শ্রদ্ধা জানিয়েছে বিএনপি।

আজ সকাল সাড়ে ১১টায় নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে তার কফিন নিয়ে আসা হলে দলীয় পতাকা দিয়ে ঢেকে দেয়া হয়। এরপর বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনসহ নেতৃবৃন্দ কফিনে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।
ওলামা দলের পক্ষ থেকেও পুষ্পস্তবক অর্পণ করেন সাধারণ সম্পাদক শাহ নেছারুল হকের নেতৃত্বে নেতৃবৃন্দ।

নয়া পল্টনের কার্যালয়ের সামনে সকাল ১১টায় মরহুমের প্রথম নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, খন্দকার মোশাররফ হোসেন, এজেডএম জাহিদ হোসেন, আবদুস সালাম, রুহুল কবির রিজভী, সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, আবদুস সালাম আজাদ, অনিন্দ্য ইসলাম অমিত, মোরতাজুল করীম বাদরু, লেবার পার্টির চেয়ারম্যান মোস্তাফিজুর রহমান ইরান, খেলাফত মজলিশের যুগ্ম মহাসচিব শেখ গোলাম আজগরসহ উলামা দল,যুব দল,স্বেচ্ছাসেবক দল, ছাত্র দল, শ্রমিক দল, কৃষক দলের নেতা-কর্মীরা অংশ নেন।

জানাজার আগে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বক্তব্য রাখেন। তিনি বলেন, হাফেজ
হাফেজ আবদুল মালেক দলের প্রতি নিবেদিত প্রাণ নেতা ছিলেন। দলের এবং আন্দোলন সংগ্রামের প্রতিটি কর্মসুচিতে নিয়মিত অংশ গ্রহন করতেন তিনি। তাঁর অবদানের কথা কোনোদিন ভুলবো না। তিনি হাফেজ
হাফেজ আবদুল মালেকের আত্মার মাগফেরাত কামনা করে মরহুমের শোক সন্তপ্ত পরিবারবর্গের প্রতি গভীর সমবেদনা জানান।

জানাজায় ইমামতি করেন, ওলামা দলের সাধারণ সম্পাদক শাহ মো: শাহ নেছারুল হক।

উল্লেখ্য, আজ মঙ্গলবার ভোর সাড়ে তিনটায় ইসলামী ব্যাংক হাসপাতালে চিকিসাধীন অবস্থায় মারা যান হাফেজ আবদুল মালেক।তার বয়স হয়েছিলো ৬৮ বছর।

হাফেজ আবদুল মালেককে গাজীপুরের শ্রীপুরে গ্রামের বাড়িতে নিজের প্রতিষ্ঠিত মাদরাসার মসজিদের পাশেই দাফন করা হয়েছে।

Logo-orginal