, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

admin admin

লোহাগাড়ায় সহকারী শিক্ষকদের মানববন্ধন

প্রকাশ: ২০১৯-০৩-১৪ ১৯:২৭:১৩ || আপডেট: ২০১৯-০৩-১৪ ১৯:২৭:১৩

Spread the love

চট্টগ্রাম (লোহাগাড়া)ঃ দাবী আদায়ে মানব বন্ধন করেছে মানুষ গড়ার কারিগর খ্যাত শিক্ষকরা ।

“দাবি মোদের একটাই ১১তম গ্রেড চাই, বেতন বৈষম্য নিরসন চাই, নির্বাচনী ইশতেহারের বাস্তবায়ন চাই, সহকারী প্রধান শিক্ষকের প্রয়োজন নাই ” এ রকম বিভিন্ন শ্লোগান সম্বলিত ব্যানার-ফেস্টুন নিয়ে মানববন্ধন কর্মসূচি পালন করেছে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয়ের সহকারি শিক্ষক সমিতির লোহাগাড়া উপজেলা শাখার সহকারী শিক্ষকরা ।

বৃহস্পতিবার (১৪ মার্চ) বিকাল সাড়ে ৩ টায় লোহাগাড়া উপজেলা চত্বর ১১তম গ্রেড প্রদানের দাবীতে মানব বন্ধন কর্মসূচি পালন করা হয়।

এ সময় বক্তব্য রাখেন, বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারি শিক্ষক সমিতির সভাপতি আব্দুল জব্বার, সাধারণ সম্পাদক এম মিজানুর রহমান, যুগ্ম সম্পাদক সুমন মজুমদার,মহিলা সম্পাদিকা শাহীন আক্তার,সহ মহিলা সম্পাদিকা সাজেদা আক্তার,কার্যনির্বাহী সদস্য বাবলু কান্তি হাজারী,সাংগঠনিক সম্পাদক সিদ্দিক আহমদ, শিক্ষকদের পক্ষ থেকে নরেন দাশ প্রমুখ।

বক্তারা বলেন, একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে মাননীয় প্রধান মন্ত্রী ভয়েস কলের মাধ্যমে শিক্ষকদের বেতন বৈষ্যমে নিরসনে প্রতিশ্রুতি দেন।

প্রস্তাবিত বেতন গ্রেডে প্রধান শিক্ষকদের ১০ম গ্রেডে এবং সহকারী শিক্ষকদের ১২তম গ্রেডে বেতন গ্রেড হলে পার্থক্য হবে চার হাজার সাত শত টাকা। পূর্বের বেতন গ্রেডে দুই হাজার তিন শত টাকা পার্থক্য ছিল। ফলে বৈষম্য আরো বাড়ছে। আমরা প্রস্তাবিত বেতন গ্রেডে প্রধান শিক্ষকের পরের গ্রেড অথ্যাৎ ১১ তম গ্রেডে বেতনের জন্য প্রধান মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি। মানববন্ধন কর্মসূচি শেষে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়।উৎসঃ সিটিজি টাইমস ।

Logo-orginal