, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

admin admin

যেভাবে ইসলামে আকৃষ্ট জাপানী তরুণী

প্রকাশ: ২০১৯-০৪-১০ ১৪:৫৬:০০ || আপডেট: ২০১৯-০৪-১০ ১৪:৫৬:০০

Spread the love

ইসলাম গ্রহণের পর নিজের অভিব্যক্তি জানাতে গিয়ে নওমুসলিম জাপানি তরুণী নুর আরিসা মরিয়ম বলেছেন, একসময় হতাশায় ছিলাম। ভাবতাম জীবন মানে পড়াশুনা, কাজ, বিয়ে এবং সংসার। কিন্তু মুসলিম হওয়ার পর জীবনের মর্ম বুঝেছি। আল্লাহর এবাদতের জন্য এখন আমার এ জীবন।

ইসলাম গ্রহণের আগে বৌদ্ধ ধর্মানুসারী ছিলেন তিনি। বর্তমানে তিনি যুক্তরাজ্যে বসবাস করছেন। তবে শিশুকাল থেকে বেড়ে উঠেছেন টোকিওতে।

ইসলাম গ্রহণের কারণ হিসেবে তিনি বলেন, টোকিওতে বিশ্ববিদ্যালয়ে আমার মেজর বিষয় ছিল মালেশিয়ান স্টাডিজ। এবং এতে একটি লেকচারে একজন হিজাবি মুসলিম নারীর বিষয় পড়ানো হয়।

এসময় আমি ইসলাম সম্পর্কে জানতে পারি এরপর অনেক মুসলিমদের সঙ্গে আমি দেখা করি এবং একপর্যায়ে আবিষ্কার করি শান্তির জন্য ধর্ম হল ইসলাম।

আরিসার ইসলাম ধর্ম গ্রহণের বিসয়টি ভালোভাবে মেনে নিতে পারেননি তার মা। তবে একপর্যায়ে তিনি তা মেনে নেন।

আরিসা বলেন, আমি জানি আমার জীবনে এখনও অনেক সমস্যা ও চ্যালেঞ্জ আছে। কিন্তু এসব সমস্যা ও চ্যালেঞ্জ আল্লাহর দেয়া পরীক্ষা। সুত্রঃ ইনসাফ২৪.

Logo-orginal