, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

admin admin

ঢাবির দুই বাস খাঁদে, অক্ষত শিক্ষার্থীরা

প্রকাশ: ২০১৯-০৪-০১ ১৯:৩০:০২ || আপডেট: ২০১৯-০৪-০১ ২৩:০৭:২০

Spread the love

মাঈন উদ্দীন, (ঢাবি প্রতিবেদক)ঃ ঢাকা বিশ্ব‌বিদ্যাল‌য়ের দু‌টি বাস শহীদ মিনারের সাম‌নে এসেই কাত হ‌য়ে যায়।

আজ সোমবার (১ মে) বেলা দেড়টা নাগাদ ক্যাম্পা‌সের ভি‌সি চত্বর থে‌কে ছে‌ড়ে আসা বিশ্ব‌বিদ্যাল‌য়ের দু‌টি বাস শহীদ মিনারের সাম‌নে এই দুর্ঘটনায় পতিত হয়।

ত‌বে এ‌তে কোন ধর‌নের হতাহ‌তের ঘটনা ঘ‌টে‌নি।

বেশ ক‌য়েক মাস আ‌গে থে‌কে ঢাকা বিশ্ব‌বিদ্যাল‌য় ক্যাম্পা‌সের সড়কগু‌লোতে খুড়াখু‌ড়ি শুরু হয়।
কাজ শেষ হ‌লে কর্তৃপক্ষ কন‌ক্রিট ও খননকৃত অংশ ভরাট ক‌রে দেয়। এ‌তে কোন ধর‌নের পিচ ঢালায় হয়‌নি। তার ওপরই চ‌লে বিশ্ব‌বিদ্যাল‌য়ের বাসসহ বি‌ভিন্ন যান।

গত রা‌তের বৃ‌ষ্টির ফ‌লে উক্ত বা‌লি ও কন‌ক্রিট ভি‌জে ব‌সে যাওয়ার উপক্রম।

প্রত্যক্ষদর্শীরা জানান, বাস দু‌টো যখন শহীদ মিনার চত্ব‌রে পৌ‌ছে, বাম পা‌শের চাকা দু‌টি ঐ খাঁ‌দের ম‌ধ্যে পড়ার সা‌থে সা‌থে গা‌ড়ি দু‌টি কাত হ‌য়ে প‌ড়ে।

এ‌তে প্রাথ‌মিক অবস্থায় কিছুটা হৈ‌চৈ, অ‌স্থিরতা শুরু হ‌লেও প‌রে বা‌সে অব‌স্থিত সবাই নে‌মে যায়। ক্ষয়ক্ষ‌তির হাত থে‌কে রক্ষা পায় শিক্ষার্থীরা।

বেলা আড়াইটার দি‌কে গাড়ি তোলার ক্রেন এসে বাস দুটি খাদ থেকে টেনে তুলে।

গা‌ড়ি দু‌টির ম‌ধ্যে এক‌টি ছিল ঢাক‌া বিশ্ব‌বিদ্যাল‌য়ের’উল্লাস’, অপর‌টির নাম জানা যায় নি।

উপ‌স্থিত সাধার‌ণের দা‌বি, এভা‌বে সড়‌কের মা‌ঝে পিচ-ঢালা না ক‌রে অপ‌রিক‌ল্পিতভা‌বে কাঁচা রাস্তার উপর যান চলাচল করে‌লে ভ‌বিষ্য‌তে আ‌রো বড় ধর‌নের দূর্ঘটনার আশংকা আ‌ছে। অ‌বিল‌ম্বে এর প্র‌তিকা‌রের দা‌বি ভুক্তভূগী‌দের।

মানিক/১৫১৯

Logo-orginal