, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

admin admin

পাকিস্তানের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টিতে জয় পেয়েছে ইংল্যান্ড

প্রকাশ: ২০১৯-০৫-০৬ ২০:০৬:৪৭ || আপডেট: ২০১৯-০৫-০৬ ২০:০৬:৪৭

Spread the love

জোফরা আর্চারের দুর্দান্ত বোলিংয়ে বিশ্বকাপের আগে ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে একমাত্র টি-টোয়েন্টিতে ৭ উইকেটে জয় পেয়েছে ইংল্যান্ড।

ম্যাচে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় পাকিস্তান। ওপেনার ফখর জামান ৭ রানে সাজঘরে ফিরলেও অপর ওপেনার বাবর আজম তুলে নেন হাফ সেঞ্চুরি। ৩ ছক্কা ও ৫ চারে ৬৫ রানের ইনিংস খেলেন বাবর। মিডল অর্ডারের ৩৬ বলে ৫০ রানে ইনিংস খেলেন হারিস সোহেল। বাবর ও হাসিরে অর্ধশত রানে ভর করেই নির্ধারিত ২০ ওভারে পাকিস্তানের সংগ্রহ ১৭৩/৬।

ইংল্যান্ডের পক্ষে বল হাতে অভিষেক ম্যাচে ৪ ওভারে ২৯ রান দিয়ে তুলে নেন ২ উইকেট। টম কারন ও জর্ডার্নের ১টি করে উইকেট নেন।

১৭৪ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে মর্গানের অপরাজিত ৫৭ ও জো রুটের ৪৭ রানের ইনিংসে ৪ বল হাতে রেখেই ৭ উইকেটে জয় তুলে নেয় ইংল্যান্ড। ওপেনার জেমস ভিন্স করেন ৩৬ রান।

টি-টোয়েন্টি সিরিজের পর ৮ই মে পাকিস্তানের বিপক্ষে সিরিজের প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে ইংল্যান্ড। ম্যাচটি হবে ওভালে। উৎসঃ মানবজমিন।

Logo-orginal