, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

admin admin

বাঁশখালীর কে বি বাজারে আগুনে পুড়ল ৯ দোকান

প্রকাশ: ২০১৯-০৫-২১ ১৫:৪২:০০ || আপডেট: ২০১৯-০৫-২১ ১৫:৪৩:৩৮

Spread the love

চট্টগ্রাম: বাঁশখালীর বৈলছড়ি ইউনিয়নের কে বি বাজারে আগুনে পুড়েছে ৯টি দোকান। মঙ্গলবার (২১ মে) সকাল আটটার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

আগুনে বৈলছড়ি ইউনিয়নের সাবেক চেয়ারম্যান বদরুদ্দীন চৌধুরীর মালিকানাধীন ফার্মেসী, হোমিও ওষুধের দোকান, লাইব্রেরি, স্বর্ণের দোকান, হার্ডওয়্যার সামগ্রী, পানের দোকান, কসমেটিক্স, জুতা ও কাপড়ের দোকান পুড়ে গেছে।

আগুন মুহূর্তের মধ্যে পাশের আরো দোকানে ছড়িয়ে পড়লে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা চালায়। কিন্তু আগুনের লেলিহান শিখা তীব্রতর হওয়ায় মুহূর্তের মধ্যে ১২টি দোকানের মালামাল সম্পূর্ণ ভষ্মীভূত হয়ে যায়।

অগ্নকিাণ্ডে বাসু দাশের মালিকানাধীন কাপড়ের দোকান, মো.নাজিম উদ্দিনের দর্জি দোকান, ডা. যতশি বাবুর ফার্মেসি, চত্তি বাবুর কসমেটিকস ও সেন্ডেলের দোকান, লক্ষী পদ দাশের হোমিওপ্যাথিকের দোকান, লটিন দাশের স্বর্ণের দোকান, হার্ডওয়ারের দোকান ২টি, আশীষ দাশের পানের গোডাউন, আমির হোসেনের কুলিং কর্নার ও ফ্রুটসের দোকানসহ পাশের আরো ৩-৪ টি দোকান পুড়ে ক্ষতিগ্রস্ত হন ব্যবসায়ীরা।

এদিকে স্থানীয়রা আগুন নেভানোর চেষ্টা চালিয়ে ব্যর্থ হলে খবর পয়েে আধ ঘণ্টার মধ্যে বাঁশখালী ফায়ার সার্ভিস এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

এদিকে, আগুন নিয়ন্ত্রণে আনতে টিনের ছাদে হাত পা কেটে অন্তত ৭-৮ জন আহত হয়েছে বলে জানা যায়।

আগ্রাবাদ ফায়ার স্টেশনের উপ সহকারী পরিচালক ফরিদ আহমদ চৌধুরী মিডিয়াকে বলেন, খবর পেয়ে বাঁশখালী ফায়ার স্টেশনের গাড়ি ঘটনাস্থলে যায়। পরে চট্টগ্রাম স্টেশনের গাড়ি গিয়ে প্রায় একঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।

Logo-orginal