, বুধবার, ১ মে ২০২৪

admin admin

মাশরাফি মিরাজের আঘাতে ২ উইকেট হারাল ওয়েস্ট ইন্ডিজ

প্রকাশ: ২০১৯-০৫-১৩ ১৬:৫৭:৫১ || আপডেট: ২০১৯-০৫-১৩ ১৬:৫৭:৫১

Spread the love

টসে জিতে ব্যাটিংয়ে নেমে ঝড়ো শুরু করেন দুই উইন্ডিজ ওপেনার শাই হোপ এবং সুনীল আমব্রিস। এরপর আমব্রিসকে আউট করে উইন্ডিজ শিবিরে প্রথম আঘাত হানেন বাংলাদেশ অধিনায়ক মাশরাফি মর্তুজা। দারুণ ক্যাচ ধরেন সৌম্য সরকার। পরে মেহেদি মিরাজ ক্যাচ মিস করেন ড্যারেন ব্রাভোর। পরে তাকেই ফেরান তিনি।

সর্বশেষ খবর পর্যন্ত ওয়েস্ট ইন্ডিজ ১১ ওভারে ২ উইকেট হারিয়ে ৫৭ রান তুলেছে। ঝড়ো শুরু করা আমব্রিস ১৯ বলে ২৩ করে ফিরে যান। স্লিপে সৌম্যর হাতে ক্যাচ দেন তিনি। পরে ব্রাভো ফেরেন ৬ রান করে। ক্রিজে আছেন ২৬ রান করা শাই হোপ। তার সঙ্গী রোস্টন চেজ।

বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল, সৌম্য সরকার, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মোহাম্মদ মিঠুন, মাহমুদুল্লাহ, সাব্বির রহমান, মেহেদি মিরাজ, মাশরাফি মর্তুজা, মুস্তাফিজুর রহমান, আবু জায়েদ।

ওয়েস্ট ইন্ডিজ একাদশ: সুনীল আমব্রিস, শাই হোপ, ড্যারেন ব্রাভো, রোস্টন চেজ, জোনাথন কার্টার, জেসন হোল্ডার, ফ্যাবিয়ান অ্যালেন, আর্সলি নার্স, কেমার রোচ, শেলডম কটরেল, রেমন রেইফার।

Logo-orginal