, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

admin admin

সুদানে সেনা শাসক বিরোধী আন্দোলনের ৭০ কর্মীকে ধর্ষণের অভিযোগ

প্রকাশ: ২০১৯-০৬-১২ ১৭:০৯:৪৬ || আপডেট: ২০১৯-০৬-১২ ১৭:০৯:৪৬

Spread the love

(ফাইল ছবি) সুদানে গণতন্ত্রপন্থীদের অসহযোগ আন্দোলনের মধ্যে নিরাপত্তা বাহিনীর নৃশংসতার নতুন তথ্য দিয়েছেন স্থানীয় চিকিৎসকরা। রাজধানী খার্তুমে সেনা সদর দপ্তরের সামনে গত সপ্তাহে অবস্থান ধর্মঘটকারীদের ওপর নিরাপত্তা বাহিনীর হামলাকালে ৭০টির বেশি ধর্ষণের ঘটনা ঘটেছে—এমন দাবি করেছেন সেন্ট্রাল কমিটি অব ডক্টরস (সিসিডি) সংশ্লিষ্ট একজন চিকিৎসক।

ট্রানজিশনাল মিলিটারি কাউন্সিলের (টিএমসি) কাছ থেকে বেসামরিক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের দাবিতে গত রবিবার থেকে অসহযোগ আন্দোলন করছে গণতন্ত্রপন্থীরা। চলছে সর্বাত্মক ধর্মঘটও। গত সপ্তাহের অবস্থান ধর্মঘটিদের ওপর নিরাপত্তা বাহিনীর হামলার পর সর্বাত্মক ধর্মঘটের পথ বেছে নেয় গণতন্ত্রপন্থীরা।

গত ৩ জুন সেনা সদর দপ্তরের সামনে অবস্থান ধর্মঘটকারীদের ওপর হামলা চালিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয় র‌্যাপিড সাপোর্ট ফোর্স (আরএসএফ)। সে সময় হতাহতের ঘটনার পাশাপাশি ধর্ষণের ঘটনাও ঘটে।

সিসিডিসংশ্লিষ্ট একজন চিকিৎসক জানান, গত ৩ জুন আরএসএফের হামলা চলাকালে এবং হামলা-পরবর্তী অল্প সময়ের মধ্যে তাঁরা ৭০টির বেশি ধর্ষণের ঘটনা রেকর্ড করেছেন। রয়াল কেয়ার হসপিটালের একজন চিকিৎসক জানান, তাঁদের কাছে আটটি ধর্ষণের ঘটনার রেকর্ড আছে। ধর্ষিতদের মধ্যে পাঁচজন নারী ও তিনজন পুরুষ।

খার্তুমের দক্ষিণাঞ্চলের এক হাসপাতালে দুজন ধর্ষিতকে চিকিৎসা দেওয়ার খবর পাওয়া গেছে। তাদের একজন আরএসএফের হামলার শিকার বলে নিশ্চিত করেছে সংশ্লিষ্ট সূত্রটি। এ ছাড়া প্রত্যক্ষদর্শীদের অনেকে সামাজিক যোগাযোগ মাধ্যমেও ধর্ষণের ঘটনার কথা জানিয়েছে। সংবাদমাধ্যমগুলো বলছে, নিরাপত্তাহীনতা ও প্রতিহিংসার শিকার হওয়ার ভয়ে অনেক ধর্ষিত চিকিৎসা নিতে যায়নি। চিকিৎসাব্যবস্থার অপ্রতুলতার কারণেও অনেকে চিকিৎসা নেওয়ার চেষ্টা করেনি।

অসহযোগ আন্দোলনের বর্তমান পরিস্থিতি : আন্দোলনের তৃতীয় দিন গত মঙ্গলবারও দোকানপাটসহ অন্যান্য ব্যবসাপ্রতিষ্ঠান বন্ধ রাখে রাজধানীবাসী। খার্তুমের কোনো কোনো জায়গায় বাস চলাচল করলেও প্রধান প্রধান ব্যবসা-বাণিজ্য সকালে বন্ধই ছিল। আরএসএফের সদস্যরা দিনভর সশস্ত্র টহল অব্যাহত রাখে। সূত্র : এএফপি, গার্ডিয়ান।

Logo-orginal