, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

admin admin

ইস্তাম্বুল বিজয়ের ৫৬৬ বছর পূর্তিতে ‘ইয়ানী ক্বাবী’ স্কয়ারে তারাবীহ আদায় করেছেন এরদোগান

প্রকাশ: ২০১৯-০৬-০২ ১৪:০৪:৫৩ || আপডেট: ২০১৯-০৬-০২ ১৪:০৪:৫৩

Spread the love

ইস্তাম্বুল বিজয়ের ৫৬৬ বছর পূর্তি উপলক্ষে ইস্তাম্বুলের ‘ইয়ানী ক্বাবী’ স্কয়ারে তারাবীহ আদায় করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়েব এরদোগান।

এসময় হাজার হাজার দর্শনার্থী সেখানে ভীড় জমায়।

শনিবার (১ জুন) পূর্ব ঘোষণা অনুযায়ী ৩১৩ জন সাথী নিয়ে ইস্তাম্বুলে তারাবীহ আদায় করতে আসেন প্রেসিডেন্ট এরদোগান।

তুরস্কে গণমাধ্যমে সংবাদটি নিশ্চিত করা হয়।

প্রেসিডেন্ট এরদোগানকে এক নজর দেখতে দূরদূরান্ত থেকে হাজার হাজার মানুষ বাস, মেট্রো ও ফেরি করে ইস্তাম্বুলের ইউরোপ অংশে আসেন। এতে তারাবীহ, দু’আ ও ধর্মীয় আলোচনা হয়।

এর আগে একটি ইসলামী কনসার্ট অনুষ্ঠিত হয়। এতে উসমানীয় গায়ক মাহতারান সঙ্গীত পরিবেশন করেন।

সেখানে তুরস্কের ধর্মীয় বিষয়ক উপদেষ্টা আলি আরবাসের নেতৃত্বে আরো উলামায়ে কেরাম, নেতৃবৃন্দ এবং তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান স্বয়ং উপস্থিত ছিলেন।

Logo-orginal