, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

admin admin

চমেকে আনসার রাসেলকে টাকা না দিলে প্রবেশ নিষেধ” সোশ্যাল মিডিয়ায় তীব্র প্রতিবাদ

প্রকাশ: ২০১৯-০৬-১৫ ১২:২০:২২ || আপডেট: ২০১৯-০৬-১৫ ১২:২০:২২

Spread the love

চট্টগ্রামঃ ও বাজি এন হারবার জীবনত নদেখি” (জীবেন এমন কান্ড দেখিনি) চমেকে স্বজনকে দেখতে গিয়ে এমন ক্ষোভ জানালেন এক ভোক্তভোগী।

চট্টগ্রাম মেডিকেলের প্রবেশ পথে দাড়িয়ে আছে এক আনসার সদস্য, তাকে ২০ টাকা দিলে আপনি পাশ, মানে আপনি ভিতরে প্রবেশ করতে পারবেন।

জানালেন ফটিকছড়ি থেকে চমেকে রোগী দেখতে আসা বয়োবৃদ্ধ আহমদ কবীর।

সুত্রে প্রকাশ, অভিযুক্ত আনসারের নাম রাসেল। তার ঘুষ নেওয়ার দৃশ্য দেখে হতবাক স্বাস্থ্যসেবা নিতে আসা রোগী ও স্বজনরা।

সে আনসার সদস্যকে নিয়ে ফেইচবুকে ইতিমধ্যে প্রতিবাদের ঝড় উঠেছে, অভিযোগ বিষয়ে জানতে চমেকের আনসার কর্মকর্তার সাথে যোগাযাগ করা হলে ফোনের অপর প্রান্ত থেকে উত্তর আসে স্যার আজ ডিউটিতে নাই, বিষয়টি রোববার অফিসটাইমে দেখা হবে।

বিষয়টি অনুসন্ধানে আরটিএমের প্রতিবেদক অভিযুক্ত রাসেলের নিকট ফেইচবুকের পোস্ট দেখিয়ে ঘুষ নেওয়ার কারণ জানতে চাইলে, সে বিষয়টি অস্বীকার করে বলেন কতৃপক্ষের নির্দেশে মানুষের ভীড় সামলাতে কাজ করছে।

ঘুষ নেওয়া ও রোগীদের হয়রানির দৃশ্যের ভিডিও ক্লিপ আছে বললে, দ্রুত সটকে পড়ে অভিযুক্ত আনসার রাসেল।

আরটিএম কতৃপক্ষ আশা করে চমেক প্রশাসন জনস্বার্থে ও স্বাস্থ্যসেবা নিশ্চিতকরণে তদন্ত করে অভিযুক্তের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করিবেন।

ফেইচবুকে আপলোড হওয়া পোস্টটি হুবুহু তুলে ধরা হল।

*পোস্টঃ
চট্রগ্রাম মেডিক্যালের নিত্য দিনের ঘটনা।
এই সেই আনসার। যার ইনকাম দৈনিক ৪ থেকে ৫ হাজার টাকা। টাকা ছাড়া কাউকে ঢুকতে দিচ্ছে না। ২০ টাকা দিলে ঢুকতে দেয় না হলে দেয় না। নিজের নামে করছে বিশেষ কার্ড যার মূল্য ১০০ টাকা। প্রতিনিয়ত হয়রানির স্বীকার রোগী ও তাদের স্বজনরা।
অামিও হয়রানির স্বীকার
দেশটা কি মগেরমুল্লুক?
দিন দুপুরে চাঁদা বাজি কি বন্ধ হবে না।
এদের ক্ষমতার জোর কোথায়?
আর কত দূর্নীতি হলে কর্তৃপক্ষের ঘুম ভাঙবে?এদের শাস্তি হওয়া উচিত।
সরকারের সুদৃষ্টি অার্কষণ করছি।

Logo-orginal