, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

jamil Ahamed jamil Ahamed

চাকমা যুবকের হামলায় নিহত আলমগীর সিকদারের জানাযায় মুসল্লি ঢল

প্রকাশ: ২০১৯-০৭-২৪ ১৮:২৭:৫৭ || আপডেট: ২০১৯-০৭-২৪ ১৮:৩৬:১৪

Spread the love

লামাঃ চট্টগ্রামের লোহাগাড়ার পাশ্ববর্তী বান্দবানের লামা উপজেলার সরই ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক আলমগীর সিকদারের জানাযায় ব্যাপক মুসল্লির সমাগম হয়েছে ।

আজ বুধবার (২৪ জুলাই) বিকাল সাড়ে ৫টায় লোহাগাড়ার গৌড়স্থান হাইস্কুল মাঠে অনুষ্ঠিত জানাযায় বিপুল সংখ্যক মুসল্লি উপ্সথিত ছিলেন।

জানাযা শেষে লামার সরই ইউনিয়নের পারিবারিক কবরস্থানে দাফন সম্পন্ন হয় ।

এর আগে গতকাল মঙ্গলবার রাত নয়টার দিকে সরই ইউনিয়নের হাসনা ভিটা এলাকায় উপজাতীয় চাকমা যুবকরা জনাব আলমগীর সিকদারকে জবাই করে হত্যা করে । ঘটনার পর পর এলাকাবাসী এক চাকমা যুবককে আটক করে গণধোলাই দিয়ে পুলিশে সোর্পদ করে ।

স্থানীয়রা জানান, রাতের অন্ধকার নামার পর মোটরসাইকেলযোগে নিজ খামারবাড়ি থেকে ফেরার পথে কে বা কারা তার পথ রোধ করে আলমগীরকে ধারালো দা দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় খুনিরা।

ধারণা করা হচ্ছে নিহত আলমগীরের নতুন প্রজেক্ট নিয়ে উপজাতীয়দের সাথে বিরোধের জেরে তাকে হত্যা করা হয়েছে ।

আজ বুধবার সকালে মিলিটারী লামা জোনের কমান্ডর ও বান্দরবান জেলা পুলিশের উচ্চ পর্যায়ের কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেছে ।

আলমগীর সিকদারের পিতা মোহাম্মদ আলী সরই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ছিলেন। বর্তমানে তিনি স্বস্ত্রীক হজ্বব্রত পালনার্থে সৌদি আরবে রয়েছেন।

৪২ বছর বয়সী আলমগীর সিকদার তিন সন্তানের জনক। তার স্ত্রী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা।

Logo-orginal