, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

jamil Ahamed jamil Ahamed

১০০ মিলিয়ন দিনার পড়ে আছে কুয়েতের ব্যাংকে” নেই দাবীদার

প্রকাশ: ২০১৯-০৭-২৩ ১৬:২৮:৫৫ || আপডেট: ২০১৯-০৭-২৩ ১৬:২৮:৫৫

Spread the love

কুয়েত সিটিঃ ১০০ মিলিয়ন দিনার পড়ে আছে কুয়েতের বিভিন্ন ব্যাংকে” নেই কোন দাবীদার । এমন খবর প্রকাশিত হয়েছে কুয়েতের বিভিন্ন মিডিয়ায় ।

সোমবার ( ২২ জুলাই) আল রাই প্ত্রিকায় প্রকাশিত সংবাদে বিষয়টি নিশ্চিত করা হয় ।

সুত্রে প্রকাশ, বহু বছর ধরে কুয়েতের বেশ কটি প্রসিদ্ধ ব্যাংকে ১০০ মিলিয়নেরও বেশী কুয়েতি দিনারের তহবিল জমা পড়ে আছে, কিন্তু কোন দাবীদার নেই ।

একই সূত্র জানায়, এই তহবিলের তালিকায় তালিকাভুক্ত এবং অ-তালিকাযুক্ত কয়েক ডজন নগদ লভ্যাংশ রয়েছে।
জমাকারী কতৃক ‘ভুলে যাওয়া’ অর্থের একটি বড় অংশ প্রায় ১০ বছর ধরে জমা পড়ে আছে ।

সূত্র জানায়, বিপুল পরিমাণ তহবিলটি ব্যাংকগুলির নিষ্ক্রিয় অ্যাকাউন্ট জমা আছে ।

ব্যাংক কোম্পানির পরিচালকদ বোর্ডের সুপারিশে বিষয়টি কুয়েতের সংসদে আলোচনা করার কথা রয়েছে ।

এই মুহুর্তে প্রায় ১০০ মিলিয়নের তহবিলটি ব্যাংকগুলির হেফাজতে রয়েছে, তবে এই বিষয়ে নিষ্পত্তি করার অধিকার ব্যাংকগুলির নেই।

Logo-orginal