, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

admin admin

কুয়েতসহ মধ্যপ্রাচ্যের সব দেশে ঈদ আল আজহার নামাজ আদায় (ভিডিও)

প্রকাশ: ২০১৯-০৮-১১ ০৯:৫৮:৪৪ || আপডেট: ২০১৯-০৮-১১ ১০:০১:১৩

Spread the love

কুয়েতঃ যথাযোগ্য মর্যাদায় কুয়েতসহ মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের ন্যায় প্রায় ৩লক্ষ প্রবাসী বাংলাদেশীরা ঈদ আল আজহার নামাজ আদায় করেছেন।

আজ রোববার (১১ আগস্ট) ৫.৩০ মিনিটে দেশটির প্রতিটি মসজিদে ঈদের নামাজ আদায় করে কুয়েতি ও প্রবাসী নাগরিকরা।

নামাজ শেষে পশু কুরবানী দিয়েছেন অনেক বাংলাদেশি ।

কুয়েতের বাংলাদেশী অধ্যুষিত হাসাবিয়া অঞ্চলের বড় মসজিদে প্রায় পঁয়ত্রিশ হাজার প্রবাসীরা একসাথে স্থানীয় সময় সকাল ৫:৩০ মিনিটে পবিত্র ঈদুল আযহার নামাজ আদায় করেছেন।

কুয়েতে সর্ববৃহৎ ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে কুয়েতের জাতীয় মসজিদ “মসজিদ আল কাবিরে।

গতকাল ১০ আগস্ট পবিত্র হজ্ব পালনের পর আজ মধ্যপ্রাচ্যের দেশ গুলোতে ঈদুল আযহা পালিত হচ্ছে।

মধ্যপ্রাচ্যের অন্যান্য দেশের ন্যায় কুয়েতেও এদিনটির প্রথম আনুষ্ঠানিকতা শেষ হলো ঈদের নামাজের মধ্যদিয়ে।

বাংলাদেশ কুরআন প্রশিক্ষণ কেন্দ্রের ব্যবস্থাপনায় কুয়েতে বেশ কয়েকটি মসজিদে ঈদের জামায়াতে বাংলা খুৎবা প্রদান করা হয়, যথাক্রমে, নাসের বিন হামেদ, খারেজা বিন জায়েদ, সালেহ আল ফাদালা, উসমান বিন আফফান, সালেহ আল নামাশ, আতিকী, ওমর বিন খাত্তাব (রঃ), নাদী ফুরুসিয়া, নাসের বেদাইনসহ আরো বেশ কয়েকটি মসজিদে।

ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি ও ঈদ মানে পরিবার- পরিজনের সাথে খুশি-আনন্দ ভাগাভাগি করে নেয়া, কিন্তু দূর দেশে থাকা প্রবাসীদের জীবনে এই সুযোগটুকু অনেক সময় হয়ে উঠেনা। তবুও প্রবাসীদের প্রাপ্তির চেয়ে প্রত্যাশা বেশি, আর সেই প্রত্যাশা দেশে থাকা আত্মীয় স্বজনরা যেনো ভালো থাকে।

কুয়েতে প্রবাসী বাংলাদেশীদের কর্মস্থল দেশটির বিভিন্ন অঞ্চলে হলেও সিংহভাগ প্রবাসীরা হাসাবিয়া এলাকায় বসবাস করছেন।

প্রতিবারের ন্যায় এবারো এই এলাকার প্রবাসীরা এক সাথে ঈদের নামাজ আদায় করতে পেরে আনন্দিত, আর এই আনন্দে প্রবাসী বাংলাদেশীরাও ভুলে গেছেন দূর দেশে থাকার কষ্ট।

কুয়েতেও প্রবাসী বাংলাদেশীরা তাঁদের সাধ্যমতো দুম্বা ও গরু কোরবানি দিয়েছেন।

হাছবিয়ায় কয়েকজন বাংলাদেশি প্রবাসী কতৃক হরিণ কুরবানী দিয়েছেন।

Logo-orginal