, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

jamil Ahamed jamil Ahamed

বাঘাইছড়িতে জনসংহতি সমিতির দুই নেতাকে গুলি করে হত্যা

প্রকাশ: ২০১৯-০৮-১২ ১১:৪৫:৩২ || আপডেট: ২০১৯-০৮-১২ ১১:৪৫:৩২

Spread the love

রাঙামাটিঃ জেলার বাঘাইছড়িতে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির (এমএন লারমা) সহযোগী সংগঠন যুব সমিতির দুই নেতাকে গুলি করে হত্যা করার সংবাদ পাওয়া গেছে ।

রোববার (১১ আগস্ট) দিবাগত রাতে সদরের বাবুপাড়ার এক বাসায় তাদের উপর হামলা হয় বলে বাঘাইছড়ি থানার ওসি এম এ মনজুর নিশ্চিত করেন ।

ওসি বলেন, রাত সাড়ে ১১টার দিকে এই ঘটনা ঘটেছে এবং দুইজন নিহত হয়েছেন বলে তারা জেনেছেন।
নিহতরা হলেন- যুব সমিতির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক শতসিদ্ধি চাকমা (৩৫) ও বাঘাইছড়ি উপজেলা শাখার নেতা এনো চাকমা (৩০)।

পার্বত্য চট্টগ্রাম যুব সমিতির কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি জ্ঞান চাকমা হত্যাকাণ্ডের জন্য সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতিকে দায়ী করেছেন।

এলাকাবাসী জানান, হত্যাকাণ্ডের ঘটনাস্থণ বাবুপাড়া জেএসএসের (এমএন লারমা) শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত। সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতি ও প্রসীত খীসার নেতৃত্বাধীন ইউপিডিএফের এই এলাকার নিয়ন্ত্রণ নিয়ে বিরোধ চলে ২০০৯ সালে গঠিত সংগঠনটির বিরোধ চলছিল।

Logo-orginal