, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

admin admin

আবারো ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্ত

প্রকাশ: ২০১৯-০৮-০৯ ১৩:২৫:৩২ || আপডেট: ২০১৯-০৮-০৯ ১৩:২৫:৩২

Spread the love

নিউজ ডেস্কঃ আবারও একটি ভারতীয় যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৮ আগস্ট) আসামের তেজপুরে বিমানবাহিনীর সুখোই-৩ জেটটি বিধ্বস্ত হয়। এসময় সেখানে বিরাট বিস্ফোরণের শব্দ সৃষ্টি হয়।

আনন্দবাজার পত্রিকার খবরে বলা হয়েছে, আসামের তেজপুরে বিমানটি বিধ্বস্ত হয়। এতে থাকা দুই পাইলট নিরাপদে বেরিয়ে আসতে সক্ষম হন।

তবে কী কারণে এই বিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে তা এখনো জানা যায়নি। এর আগেও কোনো আঘাত ছাড়াই ভারতীয় কয়েকটি যুদ্ধবিমান বিধ্বস্তের ঘটনা ঘটেছে।

গত মার্চ মাসে একটি মিগ ২৭ যুদ্ধবিমান রুটিন মহড়া দেয়ার সময় বিধ্বস্ত হয়। গত ফেব্রুয়ারিতেও মধ্য কাশ্মীরের বুদগামে একটি যুদ্ধবিমান বিধ্বস্ত হয়। তখন দুই পাইলট নিহত হয়।

Logo-orginal