, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

jamil Ahamed jamil Ahamed

ভুটানকে উড়িয়ে দিয়ে সাফ চ্যাম্পিয়নশিপ শুরু করল বাংলাদেশ

প্রকাশ: ২০১৯-০৮-২৩ ১৯:০৬:১৫ || আপডেট: ২০১৯-০৮-২৩ ১৯:০৬:১৫

Spread the love

ভুটানকে উড়িয়ে সাফ অনূর্ধ্ব-১৫ ফুটবল চ্যাম্পিয়নশিপ শুরু করেছে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বাংলাদেশ। আজ (শুক্রবার) ভারতের পশ্চিমবঙ্গের কল্যাণিতে ভুটানকে ৫-২ গোলে বিধ্বস্ত করে বাংলাদেশের কিশোররা।

গত বুধবার নিজেদের প্রথম ম্যাচে শ্রীলঙ্কার কাছে ২-৩ গোলে পরাজিত হয়েছিল ভুটান।

টানা দুই হারে তাদের টিকে থাকা কঠিন হয়ে গোলো। শ্রীলঙ্কার বিপক্ষেই আগামী বুধবার দ্বিতীয় ম্যাচ খেলতে নামবে বাংলাদেশ। গ্রুপের অপর দুই ম্যাচে ২৭শে আগস্ট নেপাল ও দুই দিন পর স্বাগতিক ভারতের মুখোমুখি হবে লাল-সবুজের প্রতিনিধিরা।

এবার টুর্নামেন্ট হচ্ছে রাউন্ড রবিন লীগ পদ্ধতিতে। তাই প্রতিটি দলের জন্যই অন্য দলের ম্যাচ গুরুত্বপূর্ণ। গ্রুপের সেরা দুই দল খেলবে ফাইনাল। ছেলেদের বয়সভিত্তিক সাফ টুর্নামেন্ট আয়োজিত হচ্ছে ২০১১ সাল থেকে।

প্রথমবার থেকেই এই টুর্নামেন্টে অংশ নিচ্ছে বাংলাদেশ। তখন টুর্নামেন্টটা হতো সাফ অনূর্ধ্ব-১৬ চ্যাম্পিয়নশিপ নামে। প্রথম আসরেই সেমিফাইনাল খেলেছিলো লাল-সবুজরা।

Logo-orginal