, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

admin admin

রোহিঙ্গাদের থেকে যাওয়ার জন্য অনেকেই প্ররোচনা দিচ্ছেন” পররাষ্ট্র মন্ত্রী

প্রকাশ: ২০১৯-০৮-২২ ১৮:০৩:৩৯ || আপডেট: ২০১৯-০৮-২২ ১৮:০৩:৩৯

Spread the love

মিয়ানমার থেকে আসা রোহিঙ্গাদের বাংলাদেশে থাকার জন্য যারা প্ররোচনা দিচ্ছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আবদুল মোমেন।

তিনি বলেন, রোহিঙ্গাদের থেকে যাওয়ার জন্য অনেকেই প্ররোচনা দিচ্ছেন। লিফলেট বিতরণ করছেন। ইংরেজিতে প্ল্যাকার্ড লিখে দিচ্ছেন। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

বৃহস্পতিবার (২২ আগস্ট) পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।

ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার আবুল কালাম বলেন, সাক্ষাৎকার দেয়া ২৯৫ রোহিঙ্গা পরিবারের কেউই স্বেচ্ছায় মিয়ানমার ফিরে যেতে রাজি হচ্ছে না। তাই প্রত্যাবাসন শুরু হবে কিনা তা নিশ্চিত করে এখনই বলা যাচ্ছে না।

প্রত্যাবাসনের জন্য টেকনাফের কেরুনতলী ঘাট ও ঘুমধুম পয়েন্টে সব প্রস্তুতি নেয়া হয়েছে। তৈরি রাখা হয়েছে যাত্রী ও পণ্যবাহী যানবাহন। কিন্তু স্বেচ্ছায় রোহিঙ্গারা রাখাইনে ফিরতে রাজি না হওয়ায়, আপাতত তাদের কিছু করার নেই। এর আগে প্রতিদিন তিনশো করে সাড়ে তিন হাজার রোহিঙ্গাকে ফেরাতে সম্মত হয় বাংলাদেশ ও মিয়ানমার। গত বছরের নভেম্বরে একদফা প্রত্যাবাসনের উদ্যোগ নেয়া হয়। কিন্তু শিবিরগুলোতে বিক্ষোভের মুখে ভেস্তে যায় সেই উদ্যোগ।

Logo-orginal