, মঙ্গলবার, ৩০ এপ্রিল ২০২৪

jamil Ahamed jamil Ahamed

ডেঙ্গু মহামারি আকার ধারন করেছেঃ বদিউল আলম

প্রকাশ: ২০১৯-০৮-০৩ ১৪:৫৮:২৪ || আপডেট: ২০১৯-০৮-০৩ ১৪:৫৮:২৪

Spread the love

ডেঙ্গু মহামারি আকার ধারন করেছে বলে মন্তব্য করেছেন সুশাসনের জন্য নাগরিক (সুজন) এর সাধারণ সম্পাদক বদিউল আলম মজুমদার। বলেছেন, ডেঙ্গু প্রতিহত করতে যে সমন্বিত প্রচেষ্টা এবং পূর্ব প্রস্তুতির দরকার ছিল, তা গ্রহণ করা হয়নি বলেই বর্তমান অবস্থা দাঁড়িয়েছে। খবর মানবজমিন ।

তিনি বলেন, ডেঙ্গু থেকে রক্ষা পেতে মশক নিধন পণ্যের ওপর মানুষের চাহিদা বেড়ে গেছে। আর এই সুযোগে সিন্ডিকেট, দুর্নীতি করে মশক নিধন পণ্যের দাম বাড়ানো হচ্ছে।

সুজন সম্পাদক বলেন, আমাদের দেশে দেখা যায়, রমজান এলে রমজানের প্রয়োজনীয় ভোগ্যপণ্যের দাম বেড়ে যায়। ডেঙ্গু তো মানুষের জীবন-মরণ নিয়ে প্রশ্ন। মানুষ বিপদে পড়েছে- এই সুযোগটা নেয়া সঠিক না। নাগরিকের অধিকার, ভোক্তার অধিকারের দিকে সরকারকে দেখতে হবে।

জরুরী ভিত্তিতে সরকারের এ দিকটায় নজর দেয়া দরকার। এ ব্যাপারে সরকার সর্বশক্তি নিয়োগ করবে বলেও আশা প্রকাশ করেন বদিউল আলম।

Logo-orginal