, বৃহস্পতিবার, ২ মে ২০২৪

admin admin

রাজস্থানে কাশ্মীরি ছাত্রকে কামিজ পরিয়ে খুঁটিতে বেঁধে গণপিটুনি (ভিডিও)

প্রকাশ: ২০১৯-০৯-০৭ ০৯:৩১:৪৫ || আপডেট: ২০১৯-০৯-০৭ ০৯:৩১:৪৫

Spread the love

ভারতের রাজস্থানে এক কাশ্মীরি ছাত্র নিপীড়নের শিকার হয়েছে। বুধবার রাতে তাকে সালোয়ার কামিজ পরিয়ে বেধড়ক মারধর করে দুর্বৃত্তরা।

টাইমস অব ইন্ডিয়া জানায়, নির্যাতনের শিকার ওই তরুণের নাম মীর ফাইদ। তিনি কাশ্মীরের সোপার এলাকার বাসিন্দা।

রাজস্থানে নীমরানায় একটি বেসরকারি কলেজের অ্যারোনটিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ের শেষ বর্ষের শিক্ষার্থী তিনি।

জানা যায়, বুধবার রাতে কলেজ থেকে হোস্টেলে ফিরছিলেন ফাইদ। এ সময় পথ আটকে দুই ব্যক্তি তাকে মারধর করে।

পুলিশের কাছে অভিযোগনামায় এই কাশ্মীরি যুবক বলেন, “ওরা আমাকে মারধরের ভয় দেখিয়ে, জোর করে সালোয়ার কামিজ পরতে বাধ্য করে। সেই অবস্থায় এটিএম বুথে ঢুকে পড়ি আমি। এ সময় অনেক লোক সেখানে জড়ো হয়ে যায়। বুথ থেকে বেরে করে আমাকে মারধর করা হয়। ‘

 এই ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগে ভাইরাল হলে নিন্দার ঝড় উঠে। তবে কারা এই ঘটনার সঙ্গে জড়িত সেটি এড়িয়ে গেছে স্থানীয় প্রশাসন ও ভারতীয় সংবাদমাধ্যম।

তবে পুলিশ জানিয়েছে, ভারতীয় দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় একটি মামলা রুজু করা হয়েছে। তবে অভিযুক্তদের কেউ এখনো গ্রেপ্তার হয়নি।  

Aishwarya S Iyer@iyersaishwarya

This is Faiz Mir, a Kashmiri, who was beaten up in Rajasthan’s Alwar district on 4 Sept.
In his complaint Faiz has said he was threatened by 3 men who took him to an isolated spot, forcibly made him change into a woman’s clothes & told him to walk in the Neemrana mkt.@TheQuint

Logo-orginal