, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

admin admin

সৌদি-দুবাইয়ের পর ওমানের প্রতিনিধির পাক প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ

প্রকাশ: ২০১৯-০৯-০৫ ২০:১৩:৪৯ || আপডেট: ২০১৯-০৯-০৫ ২০:১৩:৪৯

Spread the love

ইসলামাবাদঃ সৌদি-দুবাইয়ের পর ওমানের উচ্চ পদস্থ প্রতিনিধিরা পাক প্রধানমন্ত্রীর সাথে সাক্ষাৎ করেছেন।

আজ বৃহস্পতিবার (৫ সেপ্টেম্বর) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে ওমানের সংসদীয় প্রতিনিধি দলকে গ্রহণ করেন ইমরান খান ।

দেশটির জিও নিউজ ও ডন পত্রিকার অনলাইন সুত্রে প্রকাশ, ওমান জাতীয় পরিষদের তথা মজলিেস আল-শুরার চেয়ারম্যান জনাব শেখ খালিদ বিন হিলাল আল মাওলির নেতৃত্বে এই প্রতিনিধি দলের নেতৃত্বে রয়েছেন জনাব মোহাম্মদ আলী আমির বাকী, জনাব মোহামেদ খামিস আবদুল্লাহ আল বাদি, জনাব মোহামেদ রামধন কাসিম আল বালুশি, জনাব ইউনিস ইয়াকুব ইসা আল সিয়াবি ,জনাব মুরাদ আলী ইউসুফ, জনাব সেলিম হামাদ সাইদ আল মুফারাজি এবং ইসলাবাদে ওমানের রাষ্ট্রদূত জনাব আল শেখ ওমর আল মারহুন।

সভায় পাকিস্তানের প্রধানমন্ত্রী ছাড়াও জাতীয় সংসদের স্পিকার জনাব আসাদ কায়সারও উপস্থিত ছিলেন।

প্রধানমন্ত্রী আইওজে ও কে-তে কাশ্মীরিদের দুর্দশা এবং ভারতীয় বাহিনী কর্তৃক নিরীহ কাশ্মীরি মুসলমানদের উপর যে অত্যাচার চালাচ্ছিলেন সে সম্পর্কে সফরকারী ওমানী প্রতিনিধি দলকে অবহিত করেন।

উভয় পক্ষ দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ককে আরও বাড়ানোর এবং বিভিন্ন ক্ষেত্রে পারস্পরিক সহযোগিতা জোরদার করার প্রয়োজনীয়তার কথা পুনর্ব্যক্ত করেন।

প্রসঙ্গত, গতকাল সৌদিআরব ও আমিরাতের পররাষ্ট্র মন্ত্রীদ্বয় প্রধানমন্ত্রী ইমরান খানের সাথে সাক্ষাৎ করে কাশ্মীর ইস্যুতে সহায়তার আশ্বাস দিয়েছে।

Logo-orginal