, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

jamil Ahamed jamil Ahamed

ইরানের বিরুদ্ধে যেকোনো হামলার বিরুদ্ধে কঠোর হশিয়ারি জারিফের

প্রকাশ: ২০১৯-০৯-২০ ১১:৪৬:৪২ || আপডেট: ২০১৯-০৯-২০ ১১:৪৬:৪২

Spread the love

ইরানের বিরুদ্ধে যেকোনো মার্কিন কিংবা সৌদির সামরিক হামলা সর্বাত্মক যুদ্ধ ডেকে নিয়ে আসবে বলে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাভেদ জারিফ।

সৌদি আরবের তেল স্থাপনায় হামলার দায় ইরানের ওপর চাপিয়ে দেয়ার পর বৈরী রাষ্ট্রগুলোর প্রতি হুশিয়ারির ঢোল বাজিয়েই যাচ্ছেন তিনি।

শনিবারের ওই হামলার জবাব কীভাবে দেয়া যায় তা নিয়ে সৌদি আরবের সঙ্গে আলোচনা চালিয়ে যাচ্ছে যুক্তরাষ্ট্র। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও ওই হামলাকে যুদ্ধের শামিল বলে আখ্যায়িত করেছেন।

মার্কিন গণমাধ্যম সিএনএনকে দেয়া এক সাক্ষাৎকারে জারিফ বলেন, আমরা কোনো যুদ্ধ চাই না। কোনো ধরনের সামরিক লড়াইয়ে আমরা জড়াতে চাচ্ছি না। কিন্তু নিজেদের ভূখণ্ড সুরক্ষায় আমরা এক মুহূর্ত অপেক্ষা করব না।

যুক্তরাষ্ট্র কিংবা সৌদি আরব ইরানে হামলা চালালে তার পরিণতি কী হবে জানতে চাইলে তিনি বলেন, সর্বাত্মক যুদ্ধ।

এর আগে নিজের টুইটার পোস্টে ইরানের বিরুদ্ধে যুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে প্রলুব্ধ করতে বি-টিম চেষ্টা চালাচ্ছে বলে তিনি দাবি করেন। এখানে বি-টিম বলতে ইসরাইলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু ও সৌদি সিংহাসনের উত্তরসূরি মোহাম্মদ বিন সালমানকে বোঝাচ্ছেন তিনি।

সৌদি আরবে হামলার দায় প্রতিবেশী দেশ ইয়েমেনের হুতি বিদ্রোহীরা স্বীকার করলেও যুক্তরাষ্ট্রের দাবি ইরান থেকেই এ হামলা হয়েছে।
ডোনাল্ড ট্রাম্প বলেন, অপরাধীদের শাস্তি দিতে তারা পুরোপুরি প্রস্তুত রয়েছেন। উৎসঃ যুগান্তর ।

Logo-orginal