, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

Ismail hossain Ismail hossain

রাঙ্গুনিয়ায় মানবাধিকার কমিশন হোছনাবাদ ইউনিয়নের দ্বি-বার্ষিক সম্মেলন অনুষ্ঠিত

প্রকাশ: ২০১৯-০৯-১৪ ২১:০৭:১৫ || আপডেট: ২০১৯-০৯-১৪ ২১:০৭:১৫

Spread the love

ইসমাঈল হোসেন নয়ন, রাঙ্গুনিয়া প্রতিনিধিঃ চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় বাংলাদেশ মানবাধিকার কমিশন ২নং হোছনাবাদ ইউনিয়ন শাখার দ্বি-বার্ষিক সম্মেলন শনিবার (১৪ সেপ্টেম্বর) বিকাল ৪ টায় মোগলের হাট উৎসব কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত হয়। সম্মেলনে উপস্থিত সবার সম্মতিতে পুনরায় আলহাজ্ব দানু মিয়াকে সভাপতি ও নেজামুল করিম নিজামকে সাধারণ সম্পাদক করে ৫৮ জন বিশিষ্ট কমিটি ঘোষণা করা হয়।

সম্মেলন উপলক্ষে আয়োজিত আলোচনা সভার সভাপতিত্ব করেন আলহাজ্জ্ব দানু মিয়া।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ মানবাধিকার কমিশন রাঙ্গুনিয়া উপজেলার নির্বাহী সভাপতি এ্যাডভোকেট মো. সেকান্দর চৌধুরী।

প্রধান বক্তা ছিলেন উপজেলা মানবাধিকার কমিশনের সাধারন সম্পাদক মাস্টার ইসকান্দর মিয়া তালুকদার।

উদ্বোধক ছিলেন উপজেলা মানবাধিকার সহ-সভাপতি ইঞ্জিনিয়ার অলি আহম্মদ।

সংগঠনের সাধারণ সম্পাদক নেজামুল করিম নিজামের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মানবাধিকার সহ-সভাপতি অসীম বরণ সুশীল, উপজেলা মানবাধিকার যুগ্ম-সম্পাদক মো. জামাল উদ্দিন, রাজানগর ইউনিয়ন মানবাধিকার সভাপতি এস এম ইদ্রিচ, লালানগর ইউনিয়ন মানবাধিকার সভাপতি কাজী সিরাজুল হক, কোদলা ইউনিয়ন মানবাধিকার সহ-সভাপতি মো. খিজির হায়াত প্রমুখ।

এছাড়া উপস্থিত ছিলেন উপজেলা আঞ্চলিক (উত্তর) মানবাধিকার ছাত্র পরিষদের সভাপতি মো. ইসমাঈল হোসেন, সহ-সভাপতি হাফেজ ইস্কান্দর, জুনায়েদ হোসেন, যুগ্ম-সম্পাদক আবদুর রহিম, প্রচার সম্পাদক মাইকেল দাশ, ছাত্র কল্যান সম্পাদক মো. মহি উদ্দিন ফাহিম, সহ-সাংগঠনিক সম্পাদক মো. নেজাম সহ এলাকার সুধীবৃন্দ।

Logo-orginal