, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

jamil Ahamed jamil Ahamed

সন্ত্রাসী আরমান আটক হওয়ায় চান্দগাওতে স্বস্থি, ফাঁসি দাবী চায় এলাকাবাসী

প্রকাশ: ২০১৯-০৯-২০ ১১:২০:০৮ || আপডেট: ২০১৯-০৯-২০ ১১:২০:০৮

Spread the love

চট্টগ্রাম নগরের সানোয়ারা আবাসিকে ডিশ ব্যবসায়ী বড় ভাইয়ের কাছ থেকে চাঁদা না পেয়ে ছোট ভাই জিয়াদকে ছুরিকাঘাতে খুনের ঘটনায় দায়ের মামলার অন্যতম আসামি ও স্থানীয় সন্ত্রাসী মো. আরমান উদ্দিনকে গ্রেফতার করেছে নগর গোয়েন্দা পুলিশ।

আরমান আটক হওয়ায় স্বস্থি প্রকাশ করেছে এলাকাবাসী, টার অত্যাচারে অতিষ্ঠ এলাকার মানুষ । আরেক সন্ত্রাসী রাসেল ও তার সহযোগীদেরও দ্রুত গ্রেপ্তার দাবী চান্দগাওবাসীর ।

জানাযায়, বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রামের রাউজান উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়।
গ্রেফতার আরমান চান্দগাঁও থানার লালমিয়া খলিফার বাড়ির বাসিন্দা মো. ইসমাইলের ছেলে।

নগর গোয়েন্দা পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে রাউজান উপজেলায় অভিযান চালিয়ে জিয়াদ হত্যার ৩ নম্বর আসামি আরমান উদ্দিনকে গ্রেফতার করা হয়। গত রোববার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে জিয়াদের বড় ভাই ডিশ ব্যবসায়ী জাহিদের কাছ থেকে চাঁদা না পেয়ে স্থানীয় সন্ত্রাসী রাসেলের নেতৃত্বে আরমানহ আরও কয়েকজন জিয়াদকে ছুরিকাঘাতে হত্যা করেন। ঘটনার দিন রাতে জাহিদ বাদী হয়ে চান্দগাঁও থানায় একটি মামলা দায়ের করেন।

Logo-orginal