, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

admin admin

সাতকানিয়া উপজেলা নির্বাচনে নৌকার মাঝি আবদুল মোতালেব সিআইপি

প্রকাশ: ২০১৯-০৯-০৮ ০০:১৭:২৮ || আপডেট: ২০১৯-০৯-০৮ ০০:৫৮:৩৪

Spread the love

সাতকানিয়াঃ আসন্ন উপজেলা নির্বাচনে চট্টগ্রামের সাতকানিয়ায় আওয়ামী লীগের মনোনয়ন পেলেন দলটির উপজেলা সভাপতি জনাব আবদুল মোতালেব সিআইপি।

আজ শনিবার (৭ সেপ্টেম্বর) প্রধানমন্ত্রীর সভাপতিত্বে অনুষ্ঠিত মনোনয়ন বোর্ড সভায় জনাব আবদুল মোতালেবের মনোনয়ন বিষয়ে চুড়ান্ত করেন।

মিডিয়াকে বিষয়টি নিশ্চিত করেন আওয়ামী লীগের দক্ষিণ জেলা সেক্রেটারি মফিজুর রহমান।

এর আগে ইসি কতৃক ঘোষিত তফশীল অনুসারে আগামী ১৪ অক্টোবর সাতকানিয়া উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে।

সবকটি কেন্দ্রেই ইভিএমের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে বলে জানিয়েছে নির্বাচন কমিশন। নির্বাচনে মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ ১২ সেপ্টেম্বর। ১৫ সেপ্টেম্বর বাছাই ও ২২ সেপ্টেম্বর মনোনয়ন প্রত্যাহারের শেষ দিন।

এইদিকে নির্বাচন কমিশন কর্তৃক তফসিল ঘোষণার দিন থেকেই আওয়ামী লীগের সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশীরা দলীয় মনোনয়নের জন্য চেষ্টা তদবীর কম করেনি, কিন্তু শেষ হাসি হাসল দলটির উপজেলা সভাপতি আবদুল মোতালেব।

দলীয় মনোনয়ন নিশ্চিতকরণে অর্ধডজন মনোনয়ন প্রত্যাশী ছিলেন, তারা হলেন চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক নুরুল আবছার চৌধুরী, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক গোলাম ফারুক ডলার, কার্যনির্বাহী সদস্য মোস্তাক আহমদ আঙ্গুর, উপজেলা সাধারণ সম্পাদক কুতুব উদ্দিন চৌধুরী, সহ-সভাপতি বশির আহমদ চৌধুরী, বঙ্গবন্ধু ফাউন্ডেশন দক্ষিণ জেলা সভাপতি আবু ছালেহ।

এর মধ্যে নুরুল আবছার চৌধুরী, গোলাম ফারুক ডলার ও আবু ছালেহ মাঠে বেশ তৎপর ছিল।
আবদুল মোতালেব মনোনয়ন পাওয়ায় বেশ ক্ষুব্ধা দেখা গেছে তাদের।

সাতকানিয়া উপজেলা নির্বাচনে গতবারের পরাজিত প্রার্থী নুরুল আবছার আর এবারের শক্ত মনোনয়ন প্রত্যাশী গোলাম ফারুকের ভূমিকা কি হয়, তা দেখতে আরো কদিন অপেক্ষা করতে হবে।

Logo-orginal