, রোববার, ৫ মে ২০২৪

admin admin

সৌদিকে এবার ভয়ংকর হামলার হুমকি দিল ইয়েমেনের হুতি বিদ্রোহীরা”

প্রকাশ: ২০১৯-০৯-১৮ ১১:৫২:৩৯ || আপডেট: ২০১৯-০৯-১৮ ১১:৫২:৩৯

Spread the love

সৌদি নেতৃত্বাধীন জোটের উপর আরো ভয়ংকর হামলার হুমকি দিলো ইয়েমেনের বিদ্রোহী সংগঠন ‘হুতি’।

মঙ্গলবার (১৭ সেপ্টেম্বর) হুতি মুখপাত্র মুহাম্মাদ আব্দুস সালাম এক বিবৃতিতে এ হুমকি প্রদান করেন।

এতে তিনি বলেন, সৌদি জোট অসংখ্য মুসলমানদের জীবন দুর্বিষহ করে দিয়েছে। অনেক মায়ের কোল খালি করে দিয়েছে।

সোমবার সৌদি তেল শোধনাগারে হামলার কথা ইঙ্গিত করে তিনি বলেন, ভবিষ্যতে আরো মারাত্মক হামলা করা হবে। মুসলমানদের রক্তের চেয়ে তেল কখনো দামী নয়।

প্রসঙ্গত, গত সোমবার সৌদিতে আরামকো তেল শোধনাগারে হুতিরা ড্রোন হামলা চালায়। রিয়াদের ভাষ্য মতে সেখানে প্রতিদিন ৫.৭ মিলিয়ন তেল উৎপাদিত হতো।

উল্লেখ্য, সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট ২০১৬ সাল থেকে ইয়েমেনকে অবরোধ করে রেখেছে। জাতিসংঘের পরিসংখ্যান অনুযায়ী এসময়ে প্রায় ৭০ হাজার মানুষ প্রাণ হারিয়েছে।

Logo-orginal