, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

admin admin

ফ্রান্সের মসজিদে ফের সন্ত্রাসী হামলা”

প্রকাশ: ২০১৯-১০-২৯ ১১:২৬:২৩ || আপডেট: ২০১৯-১০-২৯ ১১:২৬:২৩

Spread the love

ফ্রান্সের দক্ষিণ পশ্চিমাঞ্চলের বেয়োন্নে এলাকায় এক সন্ত্রাসী মসজিদে অনুপ্রবেশ করে মুসল্লিদের উপর গুলিবর্ষণ করে। সংঘটিত এ সন্ত্রাসী হামলায় আহত দুই ব্যক্তিকে হাসপাতালে নেওয়া হয়েছে।

স্থানীয় সময় সোমবার (২৮ অক্টোবর) বিকেলে বেয়োন্নে এলাকায় এ ঘটনা ঘটে।

সন্ত্রাসী হামলা প্রসঙ্গে ফ্রান্সের পুলিশ জানায়, হামলাকারী ব্যক্তি মসজিদের দরজায় আগুন দেওয়ার চেষ্টা করে। তাকে থামানোর চেষ্টা করলে মুসল্লিদের উপর গুলিবর্ষণ করে।

ব্রিটিশ সংবাদমাধ্যম গার্ডিয়ান জানিয়েছে, আহতদের অবস্থা গুরুতর হলেও স্থিতিশীল রয়েছে। এই ঘটনায় সন্দেহভাজন হামলাকারী সন্ত্রাসী হিসেবে ৮৪ বছর বয়সী এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তি স্থানীয় নির্বাচনে প্রার্থী হিসেবে অংশ নিয়েছিলেন।

ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোন হামলার নিন্দা জানিয়ে বলেছেন, এই ঘৃণা বরদাস্ত করবে না প্রজাতন্ত্র। মুসলমান নাগরিকদের সুরক্ষার প্রতিশ্রুতি দেন তিনি।

Logo-orginal