, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

admin admin

মা-বাবাকে হারিয়ে কান্নার সাগরে ভাসছে ৩ অসহায় শিশু

প্রকাশ: ২০১৯-১০-১২ ২২:০৮:৩২ || আপডেট: ২০১৯-১০-১২ ২২:১৪:১০

Spread the love

সুনামগঞ্জের ছাতকে যাত্রীবাহী লেগুনা খালে পড়ে আহত হওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় হাসিনা বেগম (৪০) এর মৃত্যু হয়েছে। ১০ অক্টোবর উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের বাউভোগলী গ্রামের নিজ বাড়ীতে জানাযা শেষে স্বামীর কবরের পাশেই দাফন সম্পন্ন করা হয়।

বুধবার বিকেল ৩টায় সিলেট ইবনে সিনা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

উল্লেখ্য, ১ অক্টোবর (মঙ্গলবার) বিকেল অনুমানিক ৪টার দিকে সিলেট-সুনামগঞ্জ সড়কের বুড়াগাঁও-আলাপুর গ্রামের মধ্যখানে সদরপুর এলাকায় যাত্রীবাহী লেগুনা নং(সিলেট-ছ-১১-২০৭৩) নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে যায়। এ ঘটনায় ওই লেগুনার যাত্রী, নারী ও শিশুসহ অন্তত ১২জন আহত হন।

ওই মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় ওই দিন রাতেই সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাসিনা বেগমের স্বামী মখজ্জুল আলী (৫১) মৃত্যু হয়। ওই সড়ক দুর্ঘটনায় তাদের তিন সন্তান সামছিয়া বেগম (৫), ফেরদৌসী বেগম (৩) ও ২১ মাস বয়সের শিশু পুত্র আমিনুর রহমান গুরুতর আহত হয়।

সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা নিয়ে তিন শিশু বাড়িতে ফিরলেও মা-বাবার মৃত্যুতে অসহায় হয়ে পড়েছে তারা। তাদের মধ্যে দুই শিশুর কান্না থামলেও কান্না থামেনি ২১ মাস বয়সের শিশু পুত্র আমিনুর রহমানের। দুধপানের জন্য সে তার মাকে খুঁজছে। তাদের বাড়িতে এখনো ভিড় করছেন আত্নীয় স্বজনরা ও এলাকার লোকজন। সুত্রঃ নয়া দিগন্ত।

Logo-orginal