, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

admin admin

আবরার হত্যাঃ শিক্ষার্থীদের তোপের মুখে দাবি মেনে নেয়ার ঘোষণা দিলেন বুয়েট ভিসি

প্রকাশ: ২০১৯-১০-০৮ ১৯:২৮:৩৮ || আপডেট: ২০১৯-১০-০৮ ১৯:২৮:৩৮

Spread the love

বুয়েট শিক্ষার্থী আবরার ফাহাদ হত্যাকাণ্ডে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের তোপের মুখে দাবি মেনে নেয়ার ঘোষণা দিয়েছেন বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ভিসি অধ্যাপক ড. সাইফুল ইসলাম।

মঙ্গলবার সন্ধ্যার দিকে, নিজ কার্যালয়ের প্রভোস্টদের সঙ্গে বৈঠক শেষে তিনি এ ঘোষণা দেন।

প্রভোস্টদের সঙ্গে বৈঠক শেষে শিক্ষার্থী ও সাংবাদিকদের সঙ্গে কথা বলার জন্য কার্যালয়ের বাইরে আসেন ভিসি।

এ সময়, ভিসি আবরার হত্যার ঘটনায় শিক্ষার্থীদের সব দাবির প্রতি নীতিগত সমর্থন জানিয়ে বলেন আমি তোমাদের সঙ্গে আছি।

এসময়, শিক্ষার্থীরা ভিসিকে প্রশ্ন করেন আবরার হত্যার পর ক্যাম্পাসে আসেননি কেন? জবাবে ভিসি জানান, তিনি ক্যাম্পাসেই ছিলেন। এক পর্যায়ের শিক্ষার্থীরা, ভিসিকে উদ্দেশ্য করে স্লোগান দিতে থাকেন। সুত্রঃ বিডি প্রতিদিন।

Logo-orginal