, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

admin admin

চবিতে প্রথম বর্ষের ভর্তি যুদ্ধ শুরু”

প্রকাশ: ২০১৯-১০-২৭ ১২:১২:৫৮ || আপডেট: ২০১৯-১০-২৭ ১২:১২:৫৮

Spread the love

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা শুরু হয়েছে আজ।

রোববার (২৭ অক্টোবর)। ‘বি’ ইউনিটের মধ্য দিয়ে শুরু হল প্রথম বর্ষের ভর্তি পরীক্ষা। শেষ হবে আগামী ৩১ অক্টোবর ‘বি১’ ও ‘ডি১’ উপ-ইউনিটের পরীক্ষার মাধ্যমে।

এ বছর প্রতি আসনের বিপরীতে চবিতে আবেদন পড়েছে ৩৪ জন শিক্ষার্থী। ৪ হাজার ৯২৬টি আসনে ভর্তির জন্য চূড়ান্তভাবে মোট আবেদন জমা পড়েছে ১ লাখ ৬৬ হাজার ৮৭০টি।

ভর্তি পরীক্ষার তারিখ,

‘বি’ ইউনিট ২৭ অক্টোবর
‘ডি’ ইউনিট ২৮ অক্টোবর
‘এ’ ইউনিট ২৯ অক্টোবর
‘সি’ ইউনিট ৩০ অক্টোবর
‘বি ১’ ও ‘ডি ১’ উপ-ইউনিট ৩১ অক্টোবর

সদ্য শুরু হওয়া ভর্তি পরীক্ষায় জালিয়াতি রোধে তৎপর রয়েছে প্রশাসনের বিশেষ টিম। পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে ক্যাম্পাসে ৭০০ পুলিশ মোতায়েন রাখা হবে বলে জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের (ভারপ্রাপ্ত) প্রক্টর রেজাউল করিম। সাদা পোশাকে আইনশৃঙ্খলা বাহিনী ছাড়াও ক্যাম্পাসে ৭০০ পুলিশ ভর্তি পরীক্ষা কেন্দ্রীক মোতায়েন থাকবে। এদের মধ্যে ২০০ পুলিশ পুরো ক্যাম্পাস টহল দেবেন।

ভর্তি পরীক্ষায় জালিয়াতি রোধে বিশেষ সফটওয়ার চালু করা হবে উল্লেখ করে তিনি আরও বলেন, অপরাধীদের তৎক্ষণাৎ শাস্তি দিতে ক্যাম্পাসে ভ্রাম্যমাণ আদালত থাকবে। পরীক্ষায় জালিয়াতি রোধে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র‌্যাব) ছাড়াও বিভিন্ন সরকারি সংস্থা কাজ করবে।

এ ব্যাপারে, চট্টগ্রামের পুলিশ সুপার নুরে আলম মিনা জানান, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের চাহিদা অনুযায়ী সব রকমের সহযোগিতা দেবে আইন শৃঙ্খলা বাহিনী। ভর্তি পরীক্ষা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে পুলিশের পক্ষ থেকে সব রকমের প্রস্তুতি নেওয়া হয়েছে।

ভর্তি পরীক্ষা কমিটির সদস্য সচিব এসএম আকবর হোছাইন বলেন, প্রশ্নফাঁসসহ ভর্তি পরীক্ষা সংক্রান্ত সকল অভিযোগ কেন্দ্রে প্রবেশের এক ঘন্টা পূর্বে লিখিতভাবে ইউনিট কো-অর্ডিনেটরকে জানাতে হবে। নেকাব এবং বোরখা পরিহিত ছাত্রীরা মুখমন্ডল ও কান প্রদর্শন করতে হবে।

Logo-orginal