, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

Avatar Maftun

প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো চট্টগ্রাম কালচারাল ফেস্টিভ্যাল

প্রকাশ: ২০১৯-১০-৩১ ০০:৪৬:১২ || আপডেট: ২০১৯-১০-৩১ ০৫:২৬:৩৭

রাকিব উদ্দিন

গতকাল বুধবার,৩০ অক্টোবর, বন্দর নগরী চট্টগ্রামে প্রথমবারের মতো অনুষ্ঠিত হলো চট্টগ্রাম কালচারাল ফেস্টিভ্যাল-২০১৯।

বাওয়া স্কুল মাঠে জমকালো এ অনুষ্ঠান শুরু হয় সন্ধায় নাচে,গানে,ফ্যাশন শো মধ্যে দিয়ে গভীর রাতে শেষ হয়।এ যেন চট্টগ্রামের সাংস্কৃতিক কর্মীদের মিলনমেলায় পরিণত হয়েছে।

‘ইন্দো-বাংলাদেশ মিডিয়া হাউস’ উষানিক মিডিয়া এবং চট্টগ্রামের স্বনামধন্য ইভেন্ট ম্যানেজমেন্ট ‘এ্যাক্ট প্লাসের’ উদ্যােগে আয়োজিত এই অনুষ্ঠানে চট্টগ্রামের ৪ টি ফ্যাশন গ্রুমিং স্কুল এবং ১০ টি নৃত্য একাডেমির প্রায় দুইশতাধিক শিল্পী অংশগ্রহণ করেছেন।

একাডেমি গুলো হচ্ছে চট্টগ্রামের শিশুরাজ্য খ্যাত নামের স্কুল চট্টলকুড়ি, স্বনামধন্য ফ্যাশন প্রতিষ্ঠান উইন্ডোস মাল্টিমিডিয়া, কালার কাস্ট, প্রমোট একাডেমি, স্টার  ফেয়ার ফ্যাশন এন্ড ড্যান্স ইনস্টিটিউট । এছাড়া অনন্যা বড়ুয়ার প্রাপন একাডেমি, সঞ্চিতা দত্ত দেবীর নটরাজ একাডেমি, শুভ্রা সেনের স্কুল অব অরিয়েন্টাল ড্যান্স একাডেমি, স্বপন বড়ুয়ার সঞ্চারী নৃত্যুকলা একাডেমি, স্বপন দাশের গুঞ্জন একাডেমি, হিল্লোল দাসের সুরঞ্জন বিদ্যাপীঠ একাডেমি, রিয়া দাস চায়নার নৃত্যু নিকেতন, তন্ময় বড়ুয়ার নৃত্যু রং একাডেমি, প্রিয়াংকা বড়ুয়ার নৃত্যুরুপ একাডেমি, রিয়াংকা এবং (ফেরদাউস হাসান অর্ক) ও জাহিদের ফ্রিজম ড্যান্স একাডেমি।

বিদেশী সংস্কৃতির আগ্রাসন রোধ ও দেশীয় সংস্কৃতি তুলে ধরতে আগামীতে আরো ভিন্নধর্মী আয়োজন নিয়ে হাজির হওয়ার কথা জানিয়ে উষানিক মিডিয়ার চেয়ারম্যান শাকিল আবেদিন বলেন, এই ফেস্টিভ্যাল এর সাথে চট্টগ্রামের নতুন পুরনো সংস্কৃতি কর্মীদের আমরা সম্পৃক্ত করেছি।

বর্ণাঢ্য এ আয়োজনে সঞ্চালক হিসেবে ছিলেন চট্টগ্রামের স্বনামধন্য উপস্থাপক শেখ শওকত ইকবাল, আঁখি মজুমদার, স্মীতা চৌধুরী, সাবের শাহ।এবং আলোক চিত্রী হিসেবে ছিল রেয়ার রিপ্লেকসন ও রায়হান খান।

Logo-orginal