, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

admin admin

লোহাগাড়া থানায় ডায়েরী, মামলা, অভিযোগ দাখিল এবং পুলিশ ক্লিয়ারেন্সের জন্য টাকা বা মাধ্যম লাগে না”

প্রকাশ: ২০১৯-১০-১৬ ১৯:৩৭:০৮ || আপডেট: ২০১৯-১০-১৬ ১৯:৩৭:৪৮

Spread the love

চট্টগ্রামঃঃ জেলার লোহাগাড়া থানার প্রধান ফটকের একটি ব্যানার দেখে চোখ আটকে যাচ্ছে সাধারণ মানুষের। ব্যানারে লেখা, ‘লোহাগাড়া থানায় সাধারণ ডায়রী, মামলা রুজু,অভিযোগ দাখিল এবং পুলিশ ক্লিয়ারেন্সের জন্য টাকা বা কোন মাধ্যম লাগে না।

’থানা পুলিশ বলছে, মানুষ যাতে প্রতারিত না হয় সে জন্য এই ব্যানার ঝুলিয়ে দেওয়া হয়েছে। এটা দেখে অনেকে পুলিশের এই শুভ উদ্যোগকে স্বাগত জানিয়েছে।

এ বিষয়ে জানতে চাইলে লোহাগাড়া থানার ওসি মুহাম্মদ সাইফুল ইসলাম বলেন, ‘মানুষ যাতে দালালচক্র বা অন্য কোনোভাবে প্রতারণার শিকার না হয়, এ জন্য ওই ব্যানার থানার মূল ফটকে ঝুলিয়ে রাখা হয়েছে।

থানায় ঢুকলে যে কারো চোখে পড়বে এটা। এতে করে থানায় মামলা ও জিডি করতে আসা কোনো মানুষের সঙ্গে কেউ প্রতারণা করতে পারবে না।

ওসি মুহাম্মদ সাইফুল ইসলাম আরও বলেন, কোন সেবা প্রত্যাশী সরাসরি থানার অফিসার ইনচার্জের নিকট হতে সেবা গ্রহণ করবেন। সেবা নেয়ার ক্ষেত্রে কোন দালাল বা মাধ্যমের আশ্রয় না নেয়ার জন্যও আহবান জানিয়েছে। #সংগৃহীত লোহাগাড়া থানার পেইজ থেকে।

Logo-orginal