, বুধবার, ৮ মে ২০২৪

admin admin

কুয়েতে বিক্ষুব্ধ বাংলাদেশী শ্রমিকরা গণপিটুনি ও জুতার মালা দিল ম্যানজার তারেককে (ভিডিও)

প্রকাশ: ২০১৯-১১-২৬ ২০:১২:৩১ || আপডেট: ২০১৯-১১-২৬ ২৩:০৪:১৩

Spread the love

কুয়েতের আল তুয়েক কোম্পানির বহুল আলোচিত-সমালোচিত অপারেশন ম্যানজার বাংলাদশী তারেককে বেড়ধক পিটিয়েছে কোম্পানির শ্রমিকরা।

কোম্পানির শ্রমিকদের কাছ থেকে নানা অযুহাত দেখিয়ে অতিরিক্ত অর্থ আদায় করতে গেলে বাংলাদশী শ্রমিকরা মারধর করে অপারেশন ম্যানজার দায়িত্বে থাকে মোজ্জামেল হোসেন তারেককে ।

সোমবার ( ২৫ নভেম্বর) দিবাগত রাতে কুয়েতের মাঙ্গাফ এলাকায় কোম্পানির বিল্ডিংএ ঘটনা সংঘটিত হয় বলে আরটিএমকে নিশ্চিত করে একাধিক শ্রমিক।

জানাযায়, দীর্ঘদিন থেকে তারেকের প্রতি অসন্তুষ্ট ছিল একই কোম্পানিতে কর্মরত বিভিন্ন পেশার শ্রমিকরা।

তার বিরুদ্ধে বিভন্ন অজুহাতে শ্রমিকদের নিকট থেকে টাকা হাতিয়ে নেওয়া ও অশ্লীল আচরণ করত বলে অভিযোগ করেছে ভুক্তভোগীরা।

এমন অজুহাতে সোমবার রাতে আল তুয়েক কোম্পানির মাঙ্গাফ ব্যারাকে টাকা তুলতে গেলে তার উপর হামলা করে অসহায় বিক্ষুব্ধ শ্রমিকরা ।

অপারেশন ম্যানজার তারেকের বিরুদ্ধে নানান অভিযোগ বেশ পুরনো বলে যোগ করেন একই কোম্পানিতে কর্মরত এক সুপারভাইজার।

তিনি আরটিএমকে জানান, গণধোলাই তার পাওনা, কারণ হিসাবে বলেন, একজন বাংলাদেশী হয়ে হয়ে শত শত বাংলাদেশীর ক্ষতি করতেছে এই তারেক।

সুত্রে প্রকাশ, আকামা লাগানো,কাজ দিতে, কোন শ্রমিক দেশে ছুটিতে যেতে চাইলে টাকা দিতে হত তারেককে।

অভিযোগ রয়েছে কুয়েতের শ্রমিক আইনের বাহিরেও তার নিজস্ব আইন বানিয়ে টাকা দাবী করত বিভিন্ন অজুহাতে।

তার কথা মত টাকা না দিলে কাজ থেকে চাটাই করে বসিয়ে রাখা ও গালি গালাজ করা তার ফ্যাশনে পরিণত হয়েছিল অভিযোগ বিক্ষুব্ধ শ্রমিকদের।

শ্রমিকের ঘামের টাকা দিয়ে রাজনীতি, সভা-সমাবেশ ও বিভিন্ন সামাজিক অনুষ্ঠানে নিজেকে সমাজ সেবক হিসাবে দাবী করত অভিযুক্ত তারেক।

কুয়েতস্থ আওয়ামী যুবলীগের রাজনীতির সাথে জড়িত তারেককে নিয়ে আগে বেশ কয়বার লেখালেখি হয়েছিল, কিন্তু নিজেকে সংশোধন করা দুরে থাক, তার হুমকি-ধমকি কয়েকগুন বেড়ে গিয়েছিল বলে জানান শ্রমিকরা।

বর্তমানে প্রাইভেট হাসপাতালে চিকিৎসাধীন তারেককে অভিযোগের বিষয়ে জানতে ফোন করা হলে তার মোবাইল নংটি বন্ধ পাওয়া যায়।

Logo-orginal