, মঙ্গলবার, ৭ মে ২০২৪

admin admin

(ভিডিও) ৬০ নয় ৩০ দিনার বেতন দেয় কুয়েতে মারাফি কোম্পানি” প্রতিবাদে বাংলাদেশিদের ধর্মঘট

প্রকাশ: ২০১৯-১২-০৫ ১৩:৫২:৪৩ || আপডেট: ২০১৯-১২-০৫ ১৪:২৫:৪১

Spread the love

কুয়েতে মারাফি কোম্পানিতে শ্রমিক অসন্তোষের খবর পাওয়া গেছে।

আজ বৃহস্পতিবার (৫ ডিসেম্বর) দেশটির হাসাবিয়াস্থ ৬ নং রোডের পাশে ধর্মঘটে থাকা বাংলাদেশি শ্রমিকদের জড়ো হতে দেখা গেছে।

তাদের অভিযোগ দীর্ঘদিন থেকে তাদেরকে ৩০ দিনার বেতন দেয়া হচ্ছে” যদিও প্রতিজন শ্রমিকের বেতন ৬০ দিনার দেওয়ার কথা।

বেতন কম দেওয়া, বকেয়া থাকা ও বিভিন্ন অভিযোগ দেখিয়ে বাংলাদেশি শ্রমিকরা আজ কর্মবিরতির মাধ্যমে প্রতিবাদ করে।

এর আগে গত সপ্তাহে কুয়েতের আল তোয়েক কোম্পানির শ্রমিকরা বকেয়া বেতনের জন্য ধর্মঘটের ডাক দিয়েছিল, জানা গেছে বাংলাদেশ দূতাবাসের সহযোগিতায় তাহা সমাধান করা হয়েছে।

প্রসঙ্গত,কুয়েত মারাফি কোম্পানির পার্টনার ও এমডি বাংলাদেশের সাংসদ লক্ষীপুরের শহীদুল ইসলাম পাপন।

#বিস্তারিত ভিডিওতে দেখতে পারেন।

সবাই ভিডিওটি শেয়ার করে কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করুন।

Logo-orginal