, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

admin admin

আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতা কুয়েত ২০২০ এ সুযোগ পেল হাফেজ তাকরীম

প্রকাশ: ২০২০-০১-২৪ ১৯:৩৬:৩৫ || আপডেট: ২০২০-০১-২৪ ১৯:৩৬:৩৫

Spread the love

আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা কুয়েত ২০২০ এর জন্য বাংলাদেশ থেকে নির্বাচিত হয়েছে কিশোর হাফেজ হাফেজ সালেহ আহমদ তাকরীম।

ঢাকার মারকাযু ফয়জিল কুরআন আল ইসলামী এর কৃতি ছাত্র হাফেজ সালেহ আহমদ তাকরীম৷

হাফেজ তাকরীম অত্র প্রতিষ্ঠানে বর্তমানে হিফয শোনাচ্ছে৷ ২য়_স্থান অর্জন করেছে কিতাব বিভাগের ছাত্র হাফেজ ফজলে রাব্বি।

ফজলে রাব্বি ২০১৯ সালে আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা মিশরের জন্যে বাংলাদেশের একমাত্র প্রতিনিধি নির্বাচিত হয়ছিল।

জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে অনুষ্ঠিত গত ১৬ জানুয়ারী আন্তর্জাতিক হিফজুল কুরআন প্রতিযোগিতা কুয়েত-এর বাছাইপর্বে দেশের শীর্ষস্থানীয় মাদরাসা ও হিফয প্রতিষ্ঠানগুলো থেকে বাছাইকৃত অংশগ্রহণকারী প্রতিযোগীদের থেকে চূড়ান্ত বাছাইয়ের জন্য ৪জন নির্বাচিত হয়৷

এদের দুইজনই অত্র প্রতিষ্ঠানের বর্তমান ছাত্র৷

২০১৪ সালের শেষের দিকে যাত্রা শুরু করে অত্র প্রতিষ্ঠান থেকে এ পর্যন্ত ইসলামিক ফাউন্ডেশন বাংলাদেশ এর তত্ত্বাবধানে আয়োজিত আন্তর্জাতিক হিফযুল কুরআন প্রতিযোগিতার প্রাথমিক বাছাইপর্বে ৩০ বারের অধিক উত্তীর্ণ হয়েছে৷

দেশ বিদেশের সবার কাছে দোয়া চাই, রব যেন তাকরীমকে কুয়েতে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক প্রতিযোগিতায় ১ম স্থান অর্জনের পাশাপাশি আসাতিযায়ে কেরামের এই নিরলস খেদমতকে কবুল করেন।

সার্বিক যোগাযোগ:
৬৭/১ হরিরামপুর, মিরপুর-১, ঢাকা-১২১৬।
01777754011, 01720107288

প্রেস বিজ্ঞপ্তি।

Logo-orginal