, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

admin admin

এবার মসজিদ ও গোরস্থান ভেঙে দেওয়ার হুমকি বিজেপি এমপির

প্রকাশ: ২০২০-০১-১৪ ১৭:২৭:২৩ || আপডেট: ২০২০-০১-১৪ ১৭:২৭:২৩

Spread the love

ভারতে হিন্দু-মুসলিম’দেরকে আলাদা করে ফেলার চেষ্টা করা হচ্ছে বলে অ’ভিযোগ উঠেছে । অ’ভিযোগ উঠেছে হিন্দু ভোট ধ’রার কৌশল হাতে নিয়েছে মোদি সরকার।
এরই নেপথ্যে , পশ্চিম দিল্লির বিজেপি সাংসদ প্রবেশ বর্মা ভারতের মুসলিম’দেরকে হু’মকি দিয়ে বললেন, “দিল্লিতে সরকারি জমির উপর নির্মিত মসজিদ ও গোরস্থান ভেঙে দেওয়া হবে।”

কলকাতা ও ঢাকার বেশ কটি পত্রিকায় নিউজটি ভাল লিড পেয়েছে।

সুত্রে প্রকাশ, ২০১৯ সালের জুন মাসে পশ্চিম দিল্লির এই বিজেপি সাংসদ দিল্লির লেফটেন্যান্ট গভর্নর অনিল বাইজালকে চিঠি লিখে সরকারি জমিতে বেআইনিভাবে নির্মিত মসজিদ এবং কবরস্থানগু’লির বিরু’দ্ধে পদ’ক্ষেপ করার আর্জি জানিয়েছিলেন।

এবারও সেই একই রাস্তায় হাঁটলেন প্রবেশ বর্মাও। তিনি জানান, সরকারি জমিতে অবৈ’ধভাবে কোনও মন্দির বা গু’রুদ্বার তৈরি হয়েছে এমনটা ঘটেনি। শুধু মসজিদ ও কবরস্থানই তৈরি হয়েছে। আর সরকারি জমি দখল করে নির্মিত মসজিদগু’লি নিশ্চিতভাবে ভেঙে ফেলা হবে বলে।

অনেকেই মনে করছেন , বিজেপি সরকারের এমন হু’মকি দেশদ্রোহীর শামিল। তিনি বিভাজনের রাজনীতি করছেন, তাই বিচার হওয়া উচিত ।

Logo-orginal