, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

admin admin

ইরানকে শক্তিশালী শত্রু” স্বীকার করলেন মার্কিন প্রতিরক্ষামন্ত্রী

প্রকাশ: ২০২০-০১-১৬ ১১:৩৪:৫৯ || আপডেট: ২০২০-০১-১৬ ১১:৩৮:৩৪

Spread the love

আরটিএম, নিউজ ডেস্কঃ ইরাকের দুটি মার্কিন সেনা ঘাঁটিতে ইরানের পর পর ক্ষেপণাস্ত্র হামলা ছিল বিশ্বব্যাপী আলোচিত।

১৬টি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র চালানোর ঠিক এক সপ্তাহের পরে পেন্টাগন মধ্য প্রাচ্যে আরও ক্ষেপণাস্ত্র-প্রতিরক্ষা ব্যবস্থা এবং অন্যান্য ক্ষমতা প্রেরণের বিষয়ে বেশ গুরুত্ব সহকারে মার্কিন প্রতিরক্ষা মন্ত্রণালয়।

সেনাবাহিনীর বরাত দিয়ে ফক্স নিউজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারী) প্রতিবেদনটি প্রকাশ করেছে।

সেনাবাহিনী সচিব রায়ান ম্যাকার্থি বুধবার প্রতিরক্ষা রাইটার্স গ্রুপের বৈঠকে সাংবাদিকদের সাথে এই প্রস্তাবগুলি নিয়ে আলোচনা করেছিলেন।

ইউএসএ মিলিটারি ডটকম জানিয়েছে,মিঃ রায়ান ম্যাকার্থি বলেন,ইরান প্রচুর বিকল্প পছন্দ করে না’
“তারা খুব সক্ষম শত্রু,।

মিঃ ম্যাককার্টি ইরান সম্পর্কে বলেছেন”তাদের এমন দক্ষতা রয়েছে যা আমেরিকানদের আক্রমণ ও আঘাত করতে পারে, তাই আমরা এই অঞ্চলে আরো বেশী প্রতিরক্ষা ব্যবস্থা গ্রহণ করতে চায়।

ইরান শক্তিশালী শত্রু এবং শত্রুতাদের এমন দক্ষতা রয়েছে যা আমেরিকানদের আক্রমণ ও আঘাত করতে পারে।

তাই আমরা মধ্যপ্রাচ্যে আরো বেশী প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে হবে, যোগ করেন মার্কিন সেনা সচিব রায়ান ম্যাকার্থি।

ট্রাম্প প্রশাসন কতৃক অনবরত বাণিজ্যিক অবরোধে থাকা ইরানের জেনারেল সোলাইমান আল কাসমীকে হত্যা করে চাপে থাকা ট্রাম্প হয়ত ইরানের সামরিক সক্ষমতা যাচাই করতে চেয়েছিল, তবে বেশ শক্ত জবাব পেয়েছে বলে মনে করেন মধ্যপ্রাচ্যে বিষয়ক মার্কিন বিশেষজ্ঞরা।

একে/১৬১২০

Logo-orginal