, শনিবার, ২৭ এপ্রিল ২০২৪

jamil Ahamed jamil Ahamed

কাতারে বাড়ছে বেকারে সংখ্যা” বিপাকে অনেক বাংলাদেশি

প্রকাশ: ২০২০-০১-১৭ ০৯:৩৪:১৩ || আপডেট: ২০২০-০১-১৭ ০৯:৩৪:১৩

Spread the love

কাতার জুড়ে কাজের অভাবে প্রবাসীদের মধ্যে দেখা দিয়েছে নানা ধরণের সমস্যা।সেই সুযোগে অনেকে ভিসা ব্যবসায় ব্যস্ত সময় পার করছেন।

হয়ত অনেকেই জানেনা ভিসা এক প্রকার বন্ধ, আর এই সুযোগে অনেকে ভিসা দেয়ার কথা বলে টাকা নিয়ে পালিয়ে যাচ্ছে ।

কাতারে কাজ না থাকায় টাকার অভাব মেটাতে প্রায় প্রতিদিন বিভিন্ন কোম্পানি বন্ধ করে দিচ্ছে।

কাতারের রাজধানী দোহার নাজমা এলাকায় বিভিন্ন রাস্তাঘাট ঘুরে দেখা মিলেছে কর্মহীন মানুষের বহু চিত্র। কাজ না থাকায় সারি সারি লোকজন রাস্তারধারে দাঁড়িয়ে থাকেন, যদি কেউ তাদের কাজে নেয় এই আশায়। তাদের সামনে কোনো গাড়ি এসে ব্রেক করলেই কর্মহীন লোকজন গাড়িটিকে ঘিরে ধরেন কাজে যাওয়ার আশায়।

অনেকে তাদের রুম ভাড়া আর খাবার টাকা রুজি রোজগার করতে পারছেন না।তাদের সবার অবস্থাই খারাপ।কেউ কেউ ২/৩ বছর আগে কাতার এসেছেন।কারো কারো কোম্পানি বন্ধ হওয়ায় কপিলকে বার বার টাকা দেয়ার পরেও আইডি না লাগানোর কারনে অবৈধ হয়ে পুলিশের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন।

তারা যেকোনো সময় পুলিশের হাতে ধরা পড়ে আজীবনের জন্য কাতার ত্যাগ করতে হবে।এই ভাবেই হারিয়ে যাবে স্বপ্নমাখা সুন্দর একটি প্রবাসীর জীবন।

সূত্রঃ কাতার বাংলাদেশি পেইজ থেকে ।

Logo-orginal