, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

admin admin

মিয়ানমারের দাবী প্রত্যাখ্যান” রায় গাম্বিয়ার পক্ষে’ মামলা চলবে আন্তর্জাতিক আদালতে

প্রকাশ: ২০২০-০১-২৩ ১৬:৩৯:২৪ || আপডেট: ২০২০-০১-২৩ ১৬:৩৯:২৪

Spread the love

আরটিএম ডেস্ক: রোহিঙ্গা গণহ’ত্যার অ’ভিযোগে মিয়ানমারের বিরুদ্ধে আন্তর্জাতিক বিচার আদালতে (আইসিজে) গাম্বিয়ার দায়ের করা মামলার রায় ঘোষণা শুরু হয়েছে। আদালত জানিয়েছেন, গাম্বিয়া নিজেদের নামে আবেদন করেছে। তারা চাইলে ওআইসি বা যেকোনো সংস্থা অথবা যেকোনো দেশের সহযোগিতা চাইতে পারে। গাম্বিয়া চাইলে তাদের মামলা চালিয়েও যেতে পারে।

এদিকে, রোহিঙ্গা গণহ’ত্যা নিয়ে গাম্বিয়ার করা মামলায় আদালতের এখতিয়ার নেই বলে যে দাবি করেছে মিয়ানমার আন্তর্জাতিক বিচার আদালত তা প্রত্যা’খ্যান করেছে। আর গাম্বিয়া মিয়ানমারকে যে নোট ভারবাল দিয়েছিল তা বিরোধের ভিত্তি হিসেবে গ্রহণযোগ্য বলেও মন্তব্য করেছেন আদালত। 

মিয়ানমারে সংখ্যালঘু রোহিঙ্গাদের বিরুদ্ধে গণহ’ত্যা চলছে এমন অ’ভিযোগে গত বছরের নভেম্বরে আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করে গাম্বিয়া। মামলায় বলা হয়, মিয়ানমার ১৯৪৮ সালের জেনোসাইড কনভেনশন লঙ্ঘ’ন করেছে।

Logo-orginal