, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

admin admin

আল্লাহকে গালি দেওয়া বাউলশিল্পী রিতার বিরুদ্ধে মামলা” পিবিআইকে তদন্তের নির্দেশ

প্রকাশ: ২০২০-০২-০৪ ০০:২৭:৩৯ || আপডেট: ২০২০-০২-০৪ ০০:২৭:৩৯

Spread the love

পালা গানে আল্লাহকে নিয়ে কটূক্তি করার অভিযোগে এবার আরেক বাউলশিল্পী রিতা দেওয়ানের বিরুদ্ধে মামলা করা হয়েছে। রবিবার বাংলাদেশ সাইবার ট্রাইব্যুনালে ঢাকা আইনজীবী সমিতির সদস্য মো. ইমরুল হাসান এই মামলা দায়ের করেন।

আজ সোমবার জানা যায়, ট্রাইব্যুনালের বিচারক আস সামছ জগলুল হোসেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনকে (পিবিআই) অভিযোগের বিষয়ে তদন্তের নির্দেশ দিয়েছেন।

সম্প্রতি একটি পালা গানের আসরে প্রতিপক্ষকে আক্রমণ করতে গিয়ে রিতা দেওয়ান মহান আল্লাহকে নিয়ে রুচিহীন মন্তব্য করার কারণে এই মামলা দায়ের করা হয়।

এর আগে শরিয়ত বয়াতি নামক এক বাউলশিল্পী পালা গানের আসরে ইসলামে গান-বাজনা জায়েজ বলে মন্তব্য করেন। পাশাপাশি তিনি আল্লাহ-রাসূল (সা.) ও ইসলাম নিয়ে আপত্তিকর কথা বলেন। ধর্মীয় অনুভূতিতে আঘাতের অভিযোগে তার বিরুদ্ধে ডিজিটাল আইনে মামলা হয়। বিক্ষোভের মুখে তাকে টাঙ্গাইল পুলিশ গ্রেপ্তার করে। বর্তমানে তিনি কারাগারে আছেন। সুত্রঃ কালের কন্ঠ।

Logo-orginal