, শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪

jamil Ahamed jamil Ahamed

করোনা আতঙ্কে জাপানেও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা, মারে গেছে ৮ জন

প্রকাশ: ২০২০-০২-২৭ ১৭:৪৭:১৭ || আপডেট: ২০২০-০২-২৭ ১৭:৪৭:১৭

Spread the love

টোকিও (রয়টার্স) – জাপানের প্রধানমন্ত্রী শিনজো আবে বৃহস্পতিবার বলেছেন যে সরকার ২ মার্চ থেকে বসন্ত অবধি সমস্ত প্রাথমিক, জুনিয়র উচ্চ ও উচ্চ বিদ্যালয় বন্ধ রাখার আহবান জানান ।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারী ) করোনা ভাইরাস বিষয়ে সরকারের টাস্কফোর্সের একটি সভায় বক্তব্যদান কালে এই আহবান জানান ।

আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স এই খবর দিয়েছে ।

এর আগে জাপানে করোনা ভাইরাসের প্রভাব নিয়ে প্রধানমন্ত্রী শিনজো বাসভবনে বৈঠকে মিলিত হন দেশটির মন্ত্রী পরিষদ ও সরকারী উচ্চ পদস্থ কর্তারা ।

জাপানের প্রধানমন্ত্রী শিনজো বৃহস্পতিবার বলেছেন যে সরকার সব প্রাথমিক, জুনিয়র উচ্চ এবং উচ্চ বিদ্যালয় ২ মার্চ থেকে বন্ধ রাখিবে এবং মার্চের শেষের দিকে পুনঃরায় খোলা হবে ।

আন্তর্জাতিক গণমাধ্যম রয়টার্স এই খবর দিয়েছে ।

চীনের করোনা প্রভাবের বাইরে থাকেনি দেশটি, জাপানে এই পর্যন্ত ৮ জন মারা গেছে, আক্রান্ত হয়েছে প্রায় ৪৫০ জন ।

Logo-orginal