, শুক্রবার, ৩ মে ২০২৪

jamil Ahamed jamil Ahamed

কাতারে চিকিসাৎধীন অবস্থায় মারা গেল এক বাংলাদেশি রেমিটেন্স যোদ্ধা

প্রকাশ: ২০২০-০২-১০ ১৯:১৮:২৫ || আপডেট: ২০২০-০২-১০ ১৯:১৮:২৫

Spread the love

কাতারে চিকিসাৎধীন অবস্থায় মোহাম্মদ সাইফুল (৪১) নামে এক প্রবাসী বাংলাদেশি স্থানীয় সময় শনিবার বিকালে দোখান হাসপাতালে তিনি মৃত্যুবরণ করেছেন।

বুধবার কর্মরত অবস্থায় অসুস্থ হলে দ্রুত হাপাতালে নিয়ে যাওয়া হয়। চার দিন চিকিসাৎসাধীন থাকা অবস্থায় মস্তিষ্ক রক্তক্ষরণজনিত কারণে তিনি মারা যান। বর্তমানে মরদেহ কাতারের রাজধানী দোহার হামাদ হাসপাতালের হিমঘরে রাখা হয়েছে।

জানা যায়, মোহাম্মদ সাইফুল তিন বছর ধরে একটি কোম্পানিতে কাজ করতেন। তিনি চট্টগ্রাম জেলার হাটহাজারী উপজেলার হাটহাজারী পৌরসভার ২ নাম্বার ওয়ার্ড ইস্টাং আবাসিক এলাকার মরহুম আবদুল মান্নানের ছেলে। সাইফুলের এক ছেলে এক মেয়ে রয়েছে।
এদিকে সাইফুলের মৃত্যু সংবাদে পরিবারে মাঝে নেমে এসেছে শোকের ছায়া। মরদেহ দ্রুত দেশে পাঠানোর জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণে কাতার বাংলাদেশ দূতাবাসের প্রতি অনুরোধ জানিয়েছেন সাইফুলের পরিবার।

সূত্রঃ বিডি প্রতিদিন ।

Logo-orginal