, মঙ্গলবার, ৭ মে ২০২৪

admin admin

কুয়েতে করোনা পরীক্ষার বিদেশীদের কোন ফি দিতে হবে না

প্রকাশ: ২০২০-০২-২৯ ১৬:০৫:২৮ || আপডেট: ২০২০-০২-২৯ ১৬:০৫:২৮

Spread the love

কুয়েতে করোনাভাইরাস পরীক্ষায় বিদেশীদের জন্য কোনও ফি নেই বা,দিতে হবেনা বলে জানিয়েছে স্বাস্থ্য মন্ত্রণালয়।

জনস্বাস্থ্যের সহকারী উপ-সম্পাদক ডবুথাইনা আল-মুধাফ শনিবার নিয়মিত ব্রিফিংয়ে এই তথ্য নিশ্চিত করেন।

তিনি বলেন, করোনাভাইরাস পরীক্ষায় এক্সপ্যাটসের জন্য কোনও ফি নেই এবং কুয়েত ছাড়ার জন্য নিষেধাজ্ঞা নেই,।

যদি কোন প্রবাসীর সংক্রমণ দেখা যায় তবে আমরা পরীক্ষা অনুযায়ী ব্যবস্থা নেব এবং একই পদ্ধতি কুয়েতের নাগরিকদের জন্য প্রযোজ্য বলে যোগ করেন , আল-মুধাফ।

আল মুদাফ মিশর থেকে আগতদের প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া সম্পর্কে ইঙ্গিত করে বলেন, কোনও সংক্রমণ পাওয়া যায়নি।

মিশরের পরিস্থিতি যাচাই করতে কুয়েতের মন্ত্রণালয় বিশ্ব স্বাস্থ্য সংস্থার সাথে যোগাযোগ করছে।

Logo-orginal